শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৬:২২ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৬:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের প্রথম ফ্যাশন শো’তে যুদ্ধের ভয়াবহতা তুলে ধরলেন আফগান মডেলরা

লিহান লিমা: [২] গত শনিবার আফগানিস্তানের কাবুলে অনুষ্ঠিত হয় দেশটির প্রথম ফ্যাশন শো। এদিন র‌্যাম্পে দেশটিতে চলমান দশকব্যাপী সংঘর্ষের গল্প ফুটিয়ে তোলেন তারা। আরব নিউজ

[৩]‘দ্য শ্রাউড ফ্যাশন শো’তে সাদা পোশাকের ওপর প্রতিকী রক্তমাখা চিহ্ন সজ্জিত পোশাকে হাঁটেন ২ জন নারী ও ১০জন পুরুষ মডেল। ইভেন্টে আয়োজক আজমল হাকীকী বলেন, ভবিষ্যতে তারা আরো বড় পরিসরে এমন অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা করছেন।

[৪] হাকীকী আরো বলেন, ‘এই অনুষ্ঠানোর মাধ্যমে আমরা আমাদের দেশে চলা নির্মম বাস্তবতা তুলে ধরতে চেয়েছি। পোশাকের এই রক্ত আত্মঘাতি বোমা হামলা ও বন্দুকযুদ্ধসহ অন্যান্য সহিংস হামলায় প্রাণ হারানো ব্যক্তিদের প্রতিক। আমরা বিশ্বকে জানাতে চাই আফগানরা অন্য দেশের মতো নিজেরা শান্তিতে থাকার অধিকার রাখে।’

[৫] ১৩ বছর আগে হাকীকী ‘হাকীকী ফ্যাশন’ নামে দেশের প্রথম মডেলিং এজেন্সি প্রতিষ্ঠা করেন।

[৬] আফগানিস্তানে গত ৪০ বছর ধরেই সংঘর্ষ চলছে। গত সপ্তাহেই মারা গিয়েছেন ১’শর বেশি বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে সংঘর্ষে ৩ হাজার ৩৫জন বেসামরিক আফগান প্রাণ হারিয়েছেন।

[৭] গত সেপ্টেম্বরে কাতারের দোহায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওয়ায় যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সব সেনা ধীরে ধীরে প্রত্যাহার করে নেবে। ২০০১ সাল থেকে দেশটিতে মার্কিন সেনা রয়েছে। শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে আগামী ১৬ এপ্রিল তুরস্কে তালেবান ও আফগান সরকারের মধ্যে বৈঠক হওয়ার কথা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়