শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৬:১৫ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রেতা সেজে বিকাশ এজেন্টের টাকা ছিনতাই, ৯৯৯ এ ফোন কলে ৪ ঘণ্টায় উদ্ধার

সুজন কৈরী: [২] জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ একজনের ফোন কলে চট্টগ্রামের লোহাগাড়া থেকে ছিনতাইকৃত চার লাখ বিশ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার চার ঘণ্টার মধ্যে টাকাগুলো উদ্ধার এবং ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে আটক করেছে চট্টগ্রামের লোহাগাড়া থানার পুলিশ।

[৩] আটকরা হলেন- আবু তৈয়ব (১৭), ইকবাল হোসেন (১৭), আলমগীর (১৯), জামাল উদ্দীন (১৭) ও মিনহাজ (১৭)। এর মধ্যে ইকবাল কক্সবাজারের টেকনাফের এবং বাকিরা লোহাগাড়া থানা এলাকার বাসিন্দা।

[৪] ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, রোববার বেলা তিনটায় চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকার আমিরাবাদ থেকে আরাফাত নামের একজন ফোন করে জানান, তিনি একজন বিকাশ এজেন্ট। চার থেকে পাঁচ জন ব্যক্তি ক্রেতা সেজে তার দোকানে প্রবেশ করে। এক পর্যায়ে তারা দোকানের দরজা বন্ধ করে দিয়ে তার মাথায় আঘাত করে দোকান থেকে নগদ চার লাখ ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

[৫] ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি লোহাগাড়া থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।

[৬] পরে লোহাগাড়া থানার এসআই পার্থ ৯৯৯ কে ফোনে জানান, তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। আশপাশের ব্যাংক ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করা হয়। এরপর তাদের ধরতে অভিযান শুরু হয়। এক পর্যায়ে লোহাগাড়ার বিভিন্ন এলাকা থেকে ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে কলারের লুন্ঠিত টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায থানায় মামলা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়