শিরোনাম
◈ আগামী নির্বাচনে কেউই একক নয়—জোট-সমীকরণে ব্যস্ত সব রাজনৈতিক দল ◈ চরম সংকটে থাকা যে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে (ভিডিও) ◈ নতুন সভাপতি নিয়োগ ২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে, দেখুন তালিকা ◈ টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ অব্যাহত, সিদ্ধান্তের অপেক্ষায় মেডিক্যাল বোর্ড ◈ এবার মাহাথির মোহাম্মদ পুলিশ রিপোর্ট করলেন অনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে! ◈ সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরীক্ষা ◈ নতুন নকশার ৫০০ টাকার নোট আসছে বৃহস্পতিবার বাজারে ◈ আফ্রিকা হতে পারে বাংলাদেশের পণ্য রপ্তানির হাব ◈ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তিন বাহিনী প্রধান

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৬:১৫ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রেতা সেজে বিকাশ এজেন্টের টাকা ছিনতাই, ৯৯৯ এ ফোন কলে ৪ ঘণ্টায় উদ্ধার

সুজন কৈরী: [২] জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ একজনের ফোন কলে চট্টগ্রামের লোহাগাড়া থেকে ছিনতাইকৃত চার লাখ বিশ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার চার ঘণ্টার মধ্যে টাকাগুলো উদ্ধার এবং ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে আটক করেছে চট্টগ্রামের লোহাগাড়া থানার পুলিশ।

[৩] আটকরা হলেন- আবু তৈয়ব (১৭), ইকবাল হোসেন (১৭), আলমগীর (১৯), জামাল উদ্দীন (১৭) ও মিনহাজ (১৭)। এর মধ্যে ইকবাল কক্সবাজারের টেকনাফের এবং বাকিরা লোহাগাড়া থানা এলাকার বাসিন্দা।

[৪] ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, রোববার বেলা তিনটায় চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকার আমিরাবাদ থেকে আরাফাত নামের একজন ফোন করে জানান, তিনি একজন বিকাশ এজেন্ট। চার থেকে পাঁচ জন ব্যক্তি ক্রেতা সেজে তার দোকানে প্রবেশ করে। এক পর্যায়ে তারা দোকানের দরজা বন্ধ করে দিয়ে তার মাথায় আঘাত করে দোকান থেকে নগদ চার লাখ ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

[৫] ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি লোহাগাড়া থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।

[৬] পরে লোহাগাড়া থানার এসআই পার্থ ৯৯৯ কে ফোনে জানান, তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। আশপাশের ব্যাংক ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করা হয়। এরপর তাদের ধরতে অভিযান শুরু হয়। এক পর্যায়ে লোহাগাড়ার বিভিন্ন এলাকা থেকে ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে কলারের লুন্ঠিত টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায থানায় মামলা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়