শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৬:১৫ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রেতা সেজে বিকাশ এজেন্টের টাকা ছিনতাই, ৯৯৯ এ ফোন কলে ৪ ঘণ্টায় উদ্ধার

সুজন কৈরী: [২] জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ একজনের ফোন কলে চট্টগ্রামের লোহাগাড়া থেকে ছিনতাইকৃত চার লাখ বিশ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার চার ঘণ্টার মধ্যে টাকাগুলো উদ্ধার এবং ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে আটক করেছে চট্টগ্রামের লোহাগাড়া থানার পুলিশ।

[৩] আটকরা হলেন- আবু তৈয়ব (১৭), ইকবাল হোসেন (১৭), আলমগীর (১৯), জামাল উদ্দীন (১৭) ও মিনহাজ (১৭)। এর মধ্যে ইকবাল কক্সবাজারের টেকনাফের এবং বাকিরা লোহাগাড়া থানা এলাকার বাসিন্দা।

[৪] ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, রোববার বেলা তিনটায় চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকার আমিরাবাদ থেকে আরাফাত নামের একজন ফোন করে জানান, তিনি একজন বিকাশ এজেন্ট। চার থেকে পাঁচ জন ব্যক্তি ক্রেতা সেজে তার দোকানে প্রবেশ করে। এক পর্যায়ে তারা দোকানের দরজা বন্ধ করে দিয়ে তার মাথায় আঘাত করে দোকান থেকে নগদ চার লাখ ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

[৫] ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি লোহাগাড়া থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।

[৬] পরে লোহাগাড়া থানার এসআই পার্থ ৯৯৯ কে ফোনে জানান, তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। আশপাশের ব্যাংক ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করা হয়। এরপর তাদের ধরতে অভিযান শুরু হয়। এক পর্যায়ে লোহাগাড়ার বিভিন্ন এলাকা থেকে ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে কলারের লুন্ঠিত টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায থানায় মামলা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়