আব্দুম মুনিব: [২] জেলার খোকসা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে ৫০টি বাড়ি। বুধবার সন্ধ্যা ও বৃহস্পতিবার সকালে উপজেলার কোমরভোগ গ্রামে এ ঘটনা ঘটে।
[৩] এ ঘটনায় পুলিশ ২১ জনকে আটক করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকাবাসী জানায়, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জাবেদ মেম্বার ও সাবেক ইউপি সদস্য তুহিন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারে বিরোধ চলে আসছে।
[৪] এর জের ধরে বুধবার সন্ধ্যায় মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। সংষর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে তুহিন, শেখ সাইদুল, ইসলাম, শাহজাহান আলী ও আমিরুল ইসলামকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ২১ জনকে আটক করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী