শিরোনাম
◈ লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ: সন্দেহভাজন হামলাকারীর প্রথম চিত্র প্রকাশ ◈ হাসিনার ন্যায়বিচার নিয়ে ‘শঙ্কা’, জাতিসংঘে ২ ব্রিটিশ আইনজীবীর ‘জরুরি আবেদন’ ◈ লালকেল্লা বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে সর্বোচ্চ ভারতের সতর্কতা জারি ◈ বিশ্বকাপের নিয়মে একাধিক বদল আনতে চাইছে ফিফা ◈ সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ ◈ আইপিএল ২০২৬-এর নিলাম হ‌বে আবুধা‌বি‌তে  ◈ আজ পল্টনে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দলের গণসমাবেশ ◈ রাজধানীতে মধ্যরাতে ৩ বাসে আগুন, পুড়েছে প্রাইভেটকারও ◈ পঞ্চগড়ে শুরু শীতের আমেজ, তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৫:৪১ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৫:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারের জুড়ীতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

স্বপন দেব : [২] উপজেলার জায়ফরনগর ইউনিয়নের একটি গ্রাম বেলাগাঁও। বৃহত্তম হাওর হাকালুকি বর্ষায় জলে ভরে গেলে অনেকটা ছোটখাটো সাগরের মতোই মনে হয়। তখন এ হাওর পারের অন্যান্য গ্রামের মত বেলাগাঁও গ্রামটিকে সাগরে ভাসমান গ্রাম মনে হয়।

[৩] বেলাগাঁও গ্রামের অধিকাংশ মানুষের জীবন-জীবিকা এ হাওর কেন্দ্রিক। কেও ধান চাষী, মৎস্যজীবি কিংবা নৌকার মাঝি। আবার কেহ সবজি চাষী। হাওরে উৎপাদিত সবজির মধ্যে অন্যতম প্রধান অর্থকরি ফসল মিষ্টি কুমড়া।

[৪] এ গ্রামের অসংখ্য মানুষ নিজের জমিতে, কেহ ভাড়া করা জমিতে কিংবা বর্গা জমিতে মিষ্টি কুমড়া চাষ করেন। কৃষক পরিবারের নারী, বৃদ্ধ সবাই ফসল ফলানোর কাজে শ্রম দিয়ে থাকেন। একই ভাবে শিশুরাও পরিবারের কৃষি কাজে শ্রমের মাধ্যমে সহযোগিতা দিয়ে থাকেন।

[৫] সে রকম এক শিশু সৈকত ইসলাম (১২)। তার বাবা আব্দুল মন্নান নিজের এবং অন্যের জমি বর্গা নিয়ে বিভিন্ন রকম সবজি চাষ করেন। বাবার মত সেও সবজি ক্ষেত দেখাশোনা করে। ফসল কিভাবে উৎপাদন করতে হয়, সে বিষয়ে তার তেমন কোন ধারণা নেই।

[৬] তবে মিষ্টি কুমড়ার ফলন ভালো হওয়ায় খুবই আনন্দিত মাদরাসার ২য় শ্রেণির শিক্ষার্থী সৈকত। তার চোখে মুখে তাই আনন্দের হাসি। এ হাসিই বলে দেয় ফসলের এ বাম্পার উৎপাদন তাদের পরিবারের অনেক অপূর্ণতা পোষিয়ে দিবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়