শিরোনাম
◈ জামায়াতসহ আট দল একই দিনে নির্বাচন ও গণভোটের আ‌য়োজন মে‌নে নি‌লো  ◈ ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম, ম্যাচের প্রতি অর্ধে ৩ মিনিটের পানি পানের বিরতি  ◈ যুব এশিয়া কাপের দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ রাজধানীতে দিনভর আন্দোলনে সাধারণ মানুষের ভোগান্তি, সমাধান কোন পথে ◈ লাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে ড্র করলো বাংলাদেশ রেড গ্রিন ◈ সরকারি উন্নয়ন ব্যয় ও ব্যাংকঋণ কমায় বেসরকারি বিনিয়োগে মন্দা, অর্থনীতি স্থবির হওয়ার আশঙ্কা ◈ টানা চার দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে ◈ হাতে হ্যান্ডকাফ ও শেকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও ৩১ বাংলাদেশিকে দেশে ফেরত ◈ সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, একদিনে এলো ৪১৯ মেট্রিক টন পেঁয়াজ ◈ ওয়াজের মঞ্চে স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৫:৪১ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৫:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারের জুড়ীতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

স্বপন দেব : [২] উপজেলার জায়ফরনগর ইউনিয়নের একটি গ্রাম বেলাগাঁও। বৃহত্তম হাওর হাকালুকি বর্ষায় জলে ভরে গেলে অনেকটা ছোটখাটো সাগরের মতোই মনে হয়। তখন এ হাওর পারের অন্যান্য গ্রামের মত বেলাগাঁও গ্রামটিকে সাগরে ভাসমান গ্রাম মনে হয়।

[৩] বেলাগাঁও গ্রামের অধিকাংশ মানুষের জীবন-জীবিকা এ হাওর কেন্দ্রিক। কেও ধান চাষী, মৎস্যজীবি কিংবা নৌকার মাঝি। আবার কেহ সবজি চাষী। হাওরে উৎপাদিত সবজির মধ্যে অন্যতম প্রধান অর্থকরি ফসল মিষ্টি কুমড়া।

[৪] এ গ্রামের অসংখ্য মানুষ নিজের জমিতে, কেহ ভাড়া করা জমিতে কিংবা বর্গা জমিতে মিষ্টি কুমড়া চাষ করেন। কৃষক পরিবারের নারী, বৃদ্ধ সবাই ফসল ফলানোর কাজে শ্রম দিয়ে থাকেন। একই ভাবে শিশুরাও পরিবারের কৃষি কাজে শ্রমের মাধ্যমে সহযোগিতা দিয়ে থাকেন।

[৫] সে রকম এক শিশু সৈকত ইসলাম (১২)। তার বাবা আব্দুল মন্নান নিজের এবং অন্যের জমি বর্গা নিয়ে বিভিন্ন রকম সবজি চাষ করেন। বাবার মত সেও সবজি ক্ষেত দেখাশোনা করে। ফসল কিভাবে উৎপাদন করতে হয়, সে বিষয়ে তার তেমন কোন ধারণা নেই।

[৬] তবে মিষ্টি কুমড়ার ফলন ভালো হওয়ায় খুবই আনন্দিত মাদরাসার ২য় শ্রেণির শিক্ষার্থী সৈকত। তার চোখে মুখে তাই আনন্দের হাসি। এ হাসিই বলে দেয় ফসলের এ বাম্পার উৎপাদন তাদের পরিবারের অনেক অপূর্ণতা পোষিয়ে দিবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়