শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০২:৪৪ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে মার্কেট খোলার দাবিতে মহাসড়ক অবরোধ

মাসুদা ইয়াসমিন: [২] লকডাউনে বন্ধ রাখা মার্কেট গুলো খুলে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাভারের ব্যবসায়ীরা। এসময় মহাসড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার বাজার বাসস্ট্যান্ডের নিউ মার্কেটের সামনে রাস্তার দুই পাশে অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেন বিভিন্ন মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা।

[৩] সরেজমিনে দেখা যায়, সাভার নিউ মার্কেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা। এসময় মহসড়কে চলাচলরত সকল ধরনের যানবাহন বন্ধ করে দেয়া হয়। এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলগুলোকে উল্টোদিকে ঘুরিয়ে দেয়া হয়। এ ঘটনায় পুলিশ সদস্যদেরকে নিরব ভূমিকা রাখতে দেখা গেছে।

[৪] বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বলেন, করোনার মধ্যে শুধু মাত্র কাঁচা বাজার এবং ঔষুধের দোকান খোলা রেখে সব ধরনের দোকাটপাট বন্ধ রাখার ঘোষনা দিয়েছে সরকার। আমরা যারা মার্কেটে কাজ করি তাদের পকেটে টাকা নাই, ঘরে বাজার নাই।

[৫] নিউ মার্কেটের ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, আমাদের মার্কেটে সুন্দর পরিবেশ, সামাজিক দুরত্ব নিশ্চিত, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ব্যবহারসহ সকল ধরনের সুরক্ষার ব্যবস্থা রয়েছে। এরপরও আমাদের মার্কেটগুলো কেন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সামনে পবিত্র রমজান। ঈদ উপলক্ষে বিকিকিনির জন্য বিক্ষোদ্ধ ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।

[৬] সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, মহাসড়ক অবরুধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এসময় ব্যবসায়ী নের্তৃবৃন্দ এবং দোকান মালিকদের সাথে কথা বলে তাদেরকে সরকারী সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানাই। এছাড়া তাদের বিষয়টি উর্দ্বতন কর্তপক্ষের সাঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আশ^াস দেয়া হলে দুপুরে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় ব্যবসায়ীরা। পরে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়