শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০২:৪৪ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে মার্কেট খোলার দাবিতে মহাসড়ক অবরোধ

মাসুদা ইয়াসমিন: [২] লকডাউনে বন্ধ রাখা মার্কেট গুলো খুলে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাভারের ব্যবসায়ীরা। এসময় মহাসড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার বাজার বাসস্ট্যান্ডের নিউ মার্কেটের সামনে রাস্তার দুই পাশে অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেন বিভিন্ন মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা।

[৩] সরেজমিনে দেখা যায়, সাভার নিউ মার্কেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা। এসময় মহসড়কে চলাচলরত সকল ধরনের যানবাহন বন্ধ করে দেয়া হয়। এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলগুলোকে উল্টোদিকে ঘুরিয়ে দেয়া হয়। এ ঘটনায় পুলিশ সদস্যদেরকে নিরব ভূমিকা রাখতে দেখা গেছে।

[৪] বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বলেন, করোনার মধ্যে শুধু মাত্র কাঁচা বাজার এবং ঔষুধের দোকান খোলা রেখে সব ধরনের দোকাটপাট বন্ধ রাখার ঘোষনা দিয়েছে সরকার। আমরা যারা মার্কেটে কাজ করি তাদের পকেটে টাকা নাই, ঘরে বাজার নাই।

[৫] নিউ মার্কেটের ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, আমাদের মার্কেটে সুন্দর পরিবেশ, সামাজিক দুরত্ব নিশ্চিত, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ব্যবহারসহ সকল ধরনের সুরক্ষার ব্যবস্থা রয়েছে। এরপরও আমাদের মার্কেটগুলো কেন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সামনে পবিত্র রমজান। ঈদ উপলক্ষে বিকিকিনির জন্য বিক্ষোদ্ধ ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।

[৬] সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, মহাসড়ক অবরুধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এসময় ব্যবসায়ী নের্তৃবৃন্দ এবং দোকান মালিকদের সাথে কথা বলে তাদেরকে সরকারী সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানাই। এছাড়া তাদের বিষয়টি উর্দ্বতন কর্তপক্ষের সাঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আশ^াস দেয়া হলে দুপুরে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় ব্যবসায়ীরা। পরে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়