রাজু আহমেদ রমজান: [২] সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে হামলা ও লুটপাটের ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে শাল্লা থানার ওসি নাজমুল হককে বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় পার্শ্ববর্তী দিরাই থানার ওসি আশরাফুল ইসলামকে মৌলভীবাজার জেলায় বদলী করা হয়েছে।
[৩] সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মাে. মিজানুর রহমান মঙ্গলবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চত করেছেন। তবে এ প্রতিবেদক ফোন করলে পুলিশ সুপার রিসিভ করেননি।
[৪] উল্লেখ্য, গত ১৭ মার্চ নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের উপর হামলা ও লুটপাটের ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে। মামলায় এ পর্যন্ত ৩০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্পাদনা: হ্যাপি