শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৬:০০ বিকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৭:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার প্রাদুর্ভাবে কাদের মির্জার ত্রাণ বিতরণ

অহিদ মুুকুল: [২] করোনার প্রাদুর্ভাবে লকডাউন ঘোষণা করায় বেকায়দায় পড়েছেন সাধারণ মানুষ। দরিদ্র মানুষের খাদ্য সংকট কিছুটা লাঘুব করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ১ হাজার ৮০০ পরিবারের মাঝে বসুরহাট পৌরসভার আয়োজনে এাণ বিতরণ করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

[৩] মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে পৌরসভার বসুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

[৪] এ সময় উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার কাউন্সিলর এবি এম ছিদ্দিক, সাইফুর রহমান সোহাগ, মহিলা কাউন্সিলর মাকসুদাহ আক্তার হ্যাপি, হাছিনা আক্তার বিউটি প্রমূখ।

[৫] সকালে কাদের মির্জা তাঁর ফেইসবুক আইডিতে এক স্ট্যাটাসে তাঁর ত্রাণ বিতরণে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন। ফেইসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, সারাদেশে করোনা ভাইরাস ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী করোনা ভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে লকডাউন ঘোষণা করা হয়।

[৬] তাই খেটে খাওয়া দুস্থ গরিব অসহায় ৫ হাজার পরিবারের মাঝে বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পৌরসভা চত্তরে ত্রাণ বিতরণ কার্যক্রমে পুলিশ বাধাগ্রস্ত করে, আমাকে পৌর চত্তরে ত্রাণ বিতরণ করতে দেয় নাই। পরে আমি বাহিরে গিয়ে বসুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করি। পুলিশি এমন ঘৃণিত আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান কাদের মির্জা।

[৭] এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক কাদের মির্জার অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়ে বলেছেন, তাঁর এসব অভিযোগ মনগড়া, কথার কথা। পুলিশ ত্রাণ বিতরণে কোন বাঁধা দেয়নি। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়