শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ১২:৪৮ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে লঞ্চ ডুবি ২১ শিশুসহ মোট ৩১ লাশ উদ্ধার

মনজুর অনিক: [২] নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লাইটার জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চ রাবিত আল হাসান উদ্ধার করা হয়েছে। এসময় লঞ্চের ভেতর থেকে ৩১ জন শিশু, নারী ও পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।

[৩] সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করে তীরে নিয়ে আসে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। তখন ভেতরে লাশের সারি দেখা যায়। এসময় স্বজনদের আহাজারিতে ঘটনাস্থলের বাতাস ভারী হয়ে উঠে। এর আগে রবিবার রাতে ৫ নারীর লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে লাশের সংখ্যা দাড়ালো ২৭ জনে।

[৪] সদর উপজেলার ইউএনও নাহিদা বারিক জানান, গত কাল রাতে ৫ টি লাশসহ মোট ২৭ টি লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ২৪ টি লাশ বেলা ১টা পর্যন্ত স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকী দুটি লাশ হস্তাস্তরের প্রক্রিয়াধীন।

[৫] বেলা ২টায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর সাদেক প্রেস ব্রিফিং করে জানান, উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। ডুবন্ত লঞ্চটি তীরে উঠানো হয়েছে। মোট ২৭টি লাশ উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, সরকারের পক্ষ থেকে প্রতি নিহত পরিবারের জন্য ২৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। পাশাপাশি আহতদের প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসার ভার নেওয়া হয়েছে।

[৬] এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহেরা খানম ববিকে প্রধান করে ৭ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। উল্লেখ্য, রবিবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে সদর উপজেলার চর সৈয়দপুর এলাকায় একটি লাইটার জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়।

[৭] এসময় লঞ্চটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল। রাতেই ২৯ জন সাঁতরে তীরে ওঠেন। লঞ্চ ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে রাত থেকে কাজ করে বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, দমকল বাহিনী, নৌ ও থানা পুলিশের উদ্ধারকর্মীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়