শিরোনাম
◈ নিরাপত্তা সতর্কতায় পুলিশ, রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ‘বিএনপি ১০০ বছর চেষ্টা করেও গণভোট ঠেকাতে পারবে না’ (ভিডিও) ◈ পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক ◈ প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ২য় ধাপে বড় বিজ্ঞপ্তি ◈ পাটওয়ারীর ও হাসনাতের সাথে ডা. জাহিদ রায়হানের বাকবিতণ্ডা! (ভিডিও) ◈ হাসিনার মামলার রায়: ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি ◈ ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত ◈ রংপুরে ভুয়া নারী সৈনিক সেজে অনলাইনে প্রেমের ফাঁদ, এরপর যা ঘটল! ◈ পুলিশ সুপারের বাসভবনে আগুন ◈ ভারতীয় রাষ্ট্রদূত তলব : হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে গভীর উদ্বেগ 

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ১২:৪৮ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে লঞ্চ ডুবি ২১ শিশুসহ মোট ৩১ লাশ উদ্ধার

মনজুর অনিক: [২] নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লাইটার জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চ রাবিত আল হাসান উদ্ধার করা হয়েছে। এসময় লঞ্চের ভেতর থেকে ৩১ জন শিশু, নারী ও পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।

[৩] সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করে তীরে নিয়ে আসে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। তখন ভেতরে লাশের সারি দেখা যায়। এসময় স্বজনদের আহাজারিতে ঘটনাস্থলের বাতাস ভারী হয়ে উঠে। এর আগে রবিবার রাতে ৫ নারীর লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে লাশের সংখ্যা দাড়ালো ২৭ জনে।

[৪] সদর উপজেলার ইউএনও নাহিদা বারিক জানান, গত কাল রাতে ৫ টি লাশসহ মোট ২৭ টি লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ২৪ টি লাশ বেলা ১টা পর্যন্ত স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকী দুটি লাশ হস্তাস্তরের প্রক্রিয়াধীন।

[৫] বেলা ২টায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর সাদেক প্রেস ব্রিফিং করে জানান, উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। ডুবন্ত লঞ্চটি তীরে উঠানো হয়েছে। মোট ২৭টি লাশ উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, সরকারের পক্ষ থেকে প্রতি নিহত পরিবারের জন্য ২৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। পাশাপাশি আহতদের প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসার ভার নেওয়া হয়েছে।

[৬] এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহেরা খানম ববিকে প্রধান করে ৭ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। উল্লেখ্য, রবিবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে সদর উপজেলার চর সৈয়দপুর এলাকায় একটি লাইটার জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়।

[৭] এসময় লঞ্চটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল। রাতেই ২৯ জন সাঁতরে তীরে ওঠেন। লঞ্চ ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে রাত থেকে কাজ করে বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, দমকল বাহিনী, নৌ ও থানা পুলিশের উদ্ধারকর্মীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়