শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ১১:১১ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৩:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯ এপ্রিল থেকে বাংলাদেশসহ ৩৯ দেশের নাগরিকদের যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা

লিহান লিমা: [২] বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নতুন ধরন ছড়ানো প্রতিরোধে বাংলাদেশসহ মোট ৩৯টি দেশকে ‘লাল তালিকাভূক্ত’ করেছে যুক্তরাজ্য সরকার। আগামী ৯ এপ্রিল থেকে ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা এই দেশগুলো থেকে কোনো বিদেশী নাগরিক ব্রিটেনে প্রবেশ করতে পারবেন না। এসেক্সলাইভ

[৩]এই দেশগুলোর মধ্যে ৩৫টি দেশে আগে থেকেই ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর ছিলো। ৯ এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিষেধাজ্ঞায় বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন ও কেনিয়াকে অর্ন্তভূক্ত করা হয়েছে।

[৪]তবে এই শুধুমাত্র ব্রিটিশ ও আইরিশ নাগরিকরা সরকার কর্তৃক ধার্য করা হোটেলে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকা সাপেক্ষে এই দেশগুলো থেকে ব্রিটেনে প্রবেশ করতে পারবেন। সেই সঙ্গে দেশে প্রবেশের পূর্বে তাদের পরপর দুই বার করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে।

[৫]যুক্তরাজ্যের যোগাযোগ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ভাইরাসের নতুন ধরন ঠেকাতে ও জনস্বাস্থ্য সুরক্ষায় সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে। তালিকাভূক্ত দেশগুলোতে অবস্থান করা ব্রিটিশ নাগরিকদের পররাষ্ট্রমন্ত্রণালয়, কমনওয়েলথ ও এফসিডিও’র এর ভ্রমণ নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেয়া হচ্ছে।

[৬]ব্রিটেনের লাল তালিকাভূক্ত দেশগুলো হলো- অ্যাঙ্গেলা, আর্জেন্টিনা, বাংলাদেশ, বলিভিয়া, ব্রাজিল, বুরুন্ডি, কেপ ভার্দে, চিলি, কলম্বিয়া, কঙ্গো, ইকুয়েডর, ইসওয়াতিনি, ইথিওপিয়া, ফ্রান্স গুয়েনা, গুয়েনা, কেনিয়া, লেসেথো, মালয়, মোজাম্বিক, নাামিবিয়া, ওমান, পাকিস্তান, পানামা, প্যারাগুয়ে, পেরু, ফিলিপাইন, কাতার, রুয়ান্ডা, সেচেলশ, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, সুরিনাম, তানজানিয়া, আরব আমিরাত, উরুগুয়ে, ভেনেজুয়েলা, জাম্বিয়া ও জিম্বাবুয়ে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়