শিরোনাম
◈ রাজধানীতে ককটেল তৈরির গোপন ঘাঁটি আটক, পুলিশ বলছে টার্গেট ছিল ১৭ নভেম্বর ◈ নারী কাবাডি বিশ্বকাপে অংশ নিতে ঢাকায় ভারত ও জাঞ্জিবার দল ◈ কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি ◈ বাংলাদেশকে বিধস্ত ক‌রে বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তান ◈ রাতে আন্তর্জা‌তিক প্রী‌তি ম‌্যা‌চে আর্জেন্টিনার লড়াই, প্রতিপক্ষ অ্যাঙ্গোলা ◈ সব ব্যাংককে সতর্কতা: প্রার্থীর ঋণ-তথ্য সঠিকভাবে সিআইবিতে হালনাগাদ করতে হবে ◈ যুবদের আত্মরক্ষা প্রশিক্ষণে সরকারের ২৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টোয়েন্টিতে আরও ভারতীয় ক্রিকেটার চান গ্রা‌য়েম স্মিথ  ◈ ৪৮ ঘণ্টার মধ্যে ২ দাবি না মানলে কলম বিরতির হুঁশিয়ারি বিচারকদের ◈ নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল: সেনাপ্রধান

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৭:১৮ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফাহিমের গতিঝড়ে ২৬ রানে অল আউট প্রতিপক্ষ; ২১১ রানের বিশাল জয়

রাহুল রাজ: [২]বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ক্রিকেটে শুভ সূচনা করেছে বরেন্দ্র নর্থজোন। শুক্রবার ২ এপ্রিলের ম্যাচে চন্দ্রদ্বীপ সাউথজোনকে মাত্র ২৬ রানে অলআউট করে ২১১ রানের বড় ব্যবধানে জিতেছে দলটি। জয়ী দলের ফাহিম হাবিব একাই নেন ৬ উইকেট।

[৩]বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বরেন্দ্র নর্থজোন ৮ উইকেটে ২৩৭ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন মিনহাজুল হাসান। তার ১০৬ বলের ইনিংসটি ৭ বাউন্ডারিতে সাজানো।

[৪]এছাড়া মিসবাহ আহমেদ ৩৮ রানে অপরাজিত ছিলেন। জাহিদুল হক ৩৬, নাঈম আহমেদ ৩১, আরাফাত ইসলাম ২৬ রান করেন। চন্দ্রদ্বীপ বোলারদের মধ্যে নুরুল হাসান, হাসিব হাওলাদার, শাহরিয়ার সাকিব দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া কাজী আল আমিন এক উইকেট নেন।

[৫]এরপর ২৩৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে চন্দ্রদ্বীপ শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ফাহিম হাবিবের পেসের সামনে দাঁড়াতেই পারেননি চন্দ্রদ্বীপের ব্যাটসম্যানরা।

[৬]শেষ পর্যন্ত ৯.৪ ওভারে ২৬ রান তুলে অলআউট হয় চন্দ্রদ্বীপ সাউথজোন। ৫ ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। দলের পক্ষে ৯ সর্বোচ্চ রান করেছেন চৌধুরী মোহাম্মদ রেজওয়ান। বরেন্দ্র নর্থজোনের বোলারদের মধ্যে একাই ৬ উইকেট নিয়েছেন ফাহিম হাবিব। ৫ ওভারে ১৪ রান খরচ করেন এ পেসার। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে ফাহিম হাবিবের হাতে। বাকি তিনটি উইকেট নিয়েছেন সজিব আহমেদ।

[৭]এদিকে ম্যাচের আগে বেলুন উড়িয়ে গেমসের পুরুষ ক্রিকেটের উদ্বোধন করেন বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক।

[৮]উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর হোসেন খান আলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়