ওয়ালিউল্লাহ সিরাজ: [২] বৃহস্পতিবার পিয়ার-রিভিউড জার্নাল অফ গ্লোবাল হেলথে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় যুক্তরাজ্যের মুসলিমরা গত বছর রমজানে রোজা পালন করার কারণে কোভিড আক্রান্ত হয়েছে অনেক কম। আল-জাজিরা
[৩] প্রতিবেদনে আরো বলা হয়েছে, রমজানে রোজা রাখলে মানুষ কোভিডে বেশি আক্রান্ত হবে ও মারা যাবে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
[৪] প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুক্তরাজ্যের এমন কিছু স্থানে জরিপ করা হয়েছে যেখানে ২০ শতাংশ মুসলমান বাস করে। গত বছর রমজানের রোজ শুরু হওয়ার পর সেই এলাকাগুলোতে মৃত্যুর হার অন্য এলাকার চেয়ে কম ছিলো। এমনকি রোজার পরও মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে মৃত্যুর হার কম ছিলো।
[৫] যুক্তরাজ্যে গত বছর যখন করোনাভাইরাস মহামরি ছড়িয়ে পড়ে তখন ছিলো রমজান মাস। দেশটির অনেকেই ধারণা করছিলো মুসলিমদের রোজা পালন করার কারণে কোভিড আক্রান্ত রোগির সংখ্যা বেড়ে যাবে। কিন্তু রমাজানের পর এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
[৬] প্রতিবেদনের সহ-লেখক সালমান ওয়াকার আল জাজিরাকে বলেন, অনুসন্ধানে দেখা গেছে রমজানে রোজা রাখার কারণে কোভিড রোগীর ওপর ক্ষতিকারক অন্যান্য প্রভাব ছিলো অনেক কম।
[৬] যুক্তরাজ্যে ত্রিশ মিলিয়নেরও বেশি মুসলমান বাস করেন। এটা দেশটির জনসংখ্যার প্রায় পাঁচ শতাংশ। সম্পাদনা : রাশিদ