শিরোনাম
◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৪:২০ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেরদৌস খন্দকার: করোনা চিকিৎসা : বিজ্ঞানকে অনুসরণ করুন

ফেরদৌস খন্দকার: কিছুদিন আগের একটি ঘটনা বলি। আমার একজন খুব কাছের বন্ধু রোগ সংক্রমণ বিশেষজ্ঞ। তাকে জিজ্ঞাসা করলাম আইভার ম্যাকটিন হাসপাতালগুলোতে ব্যবহার ও এর ভূমিকা নিয়ে। সে রেগে গেলো। বললো যে কোনো অবস্থাতেই এই ওষুধ আমেরিকাতে দেওয়া যাবে না। এটাই হলো সিদ্ধান্ত তাদের বোর্ডের। যে ওষুধ এপ্রুভ নয়, যে কোনো কারণের জন্য সেটা দেওয়া যাবে না। সেটা পার্শ্বপ্রতিক্রিয়া থাকুক বা না থাকুক’। আমি জিজ্ঞাসা করলাম তুমি কি আজ পর্যন্ত কোনো একজন রোগীকে এটি দিয়েছ? তার উত্তর ‘না’-কোট আনকোট অফ লেবেল ব্যবহার আমি একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে করতে পারি না’। আসলে ঘটনাটি বললাম একটি কারনে। নিউইয়র্কে থাকি। প্রচুর কোভিড রোগী দেখছি।

আজ পর্যন্ত আইভার মেকটিন জ্ঞানতো কোনো রোগীকে দেইনি কোভিডের কারণে। কারণ এটি এপ্রুভ নয়। দুনিয়াতে বিভিন্ন দেশে স্ট্যাডি হয়েছে। কোনো দেশে অফিসিয়ালি অনুমোদন দেয়নি। কোনো বড় সংস্থার মাধ্যমেও না। অথচ দেখছি টেলিফোনে বেশকিছু ডাক্তার বা বিজ্ঞানের ছাত্ররা এটিকে সমানে প্রমোট করে যাচ্ছে। সেটিতেও আমার কিছু বলার ছিল না। কিন্তু আজ লিখতে বাধ্য হলাম যখন দেখলাম যে অনেক রোগী আমেরিকার মতো জায়গায় কোনো না কোনো ভাবে ম্যানেজ করে ফেলছে এখান থেকে। অথবা দেশ থেকে আনিয়ে ফেলছে। আরেকটি গ্রুপ এইটিকে ‘করোনা প্যাকেজ ট্রিটমেন্ট’ হিসেবে প্যাকেট বানিয়ে তিনশো থেকে চারশো ডলার এ বিক্রি করছে যেটির মধ্যে এই ওষুধ টিও রয়েছে।

আমি আসলেই অবাক হই। যারা এই ব্যবসা র সাথে জড়িত তাদের সাহস দেখে। আর আমরা যারা অতি উৎসাহী রোগীরা আছি তাদের কথাতো বললামই না। হায়রে আইভারমেকটিন। তুমি আমাদের অনেক কিছু শিখিয়ে দিচ্ছো। সবার প্রতি অনুরোধ বিজ্ঞানকে অনুসরণ করুন। এর বেশি বলার কিছু নেই। ফেসবুক থেকে, মামুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়