শিরোনাম
◈ রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার: ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমীর ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্পিকারের সাক্ষাৎ ◈ নতুন বছরে সাম্য ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব: প্রধান উপদেষ্টা ◈ বি‌সি‌বি কর্মকর্তারা সিলেট স্টেডিয়াম থেকে খালেদা জিয়ার জানাজায় শরিক হন ◈ ইসলামী বক্তা আমির হামজার সম্পদ ১.৫৭ কোটি টাকা, স্বর্ণ ও আসবাব উপহার হিসেবে প্রাপ্ত ◈ খালেদা জিয়া ও ভারতের সম্পর্কে ওঠাপড়া আর আড়ষ্টতার নেপথ্যে ◈ চীন–বাংলাদেশ বন্ধুত্বে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত টঙ্গীতে বিশ্ব ইজতেমাসহ সব কর্মসূচি স্থগিত, খুলে ফেলা হচ্ছে প্যান্ডেল  ◈ খালেদা জিয়ার দর্শন–মূল্যবোধ ভারত–বাংলাদেশ অংশীদারত্বে দিকনির্দেশ দেবে: জয়শঙ্কর ◈ একযোগে এনবিআরের ১৭ কমিশনারকে বদলি

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৪:২০ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেরদৌস খন্দকার: করোনা চিকিৎসা : বিজ্ঞানকে অনুসরণ করুন

ফেরদৌস খন্দকার: কিছুদিন আগের একটি ঘটনা বলি। আমার একজন খুব কাছের বন্ধু রোগ সংক্রমণ বিশেষজ্ঞ। তাকে জিজ্ঞাসা করলাম আইভার ম্যাকটিন হাসপাতালগুলোতে ব্যবহার ও এর ভূমিকা নিয়ে। সে রেগে গেলো। বললো যে কোনো অবস্থাতেই এই ওষুধ আমেরিকাতে দেওয়া যাবে না। এটাই হলো সিদ্ধান্ত তাদের বোর্ডের। যে ওষুধ এপ্রুভ নয়, যে কোনো কারণের জন্য সেটা দেওয়া যাবে না। সেটা পার্শ্বপ্রতিক্রিয়া থাকুক বা না থাকুক’। আমি জিজ্ঞাসা করলাম তুমি কি আজ পর্যন্ত কোনো একজন রোগীকে এটি দিয়েছ? তার উত্তর ‘না’-কোট আনকোট অফ লেবেল ব্যবহার আমি একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে করতে পারি না’। আসলে ঘটনাটি বললাম একটি কারনে। নিউইয়র্কে থাকি। প্রচুর কোভিড রোগী দেখছি।

আজ পর্যন্ত আইভার মেকটিন জ্ঞানতো কোনো রোগীকে দেইনি কোভিডের কারণে। কারণ এটি এপ্রুভ নয়। দুনিয়াতে বিভিন্ন দেশে স্ট্যাডি হয়েছে। কোনো দেশে অফিসিয়ালি অনুমোদন দেয়নি। কোনো বড় সংস্থার মাধ্যমেও না। অথচ দেখছি টেলিফোনে বেশকিছু ডাক্তার বা বিজ্ঞানের ছাত্ররা এটিকে সমানে প্রমোট করে যাচ্ছে। সেটিতেও আমার কিছু বলার ছিল না। কিন্তু আজ লিখতে বাধ্য হলাম যখন দেখলাম যে অনেক রোগী আমেরিকার মতো জায়গায় কোনো না কোনো ভাবে ম্যানেজ করে ফেলছে এখান থেকে। অথবা দেশ থেকে আনিয়ে ফেলছে। আরেকটি গ্রুপ এইটিকে ‘করোনা প্যাকেজ ট্রিটমেন্ট’ হিসেবে প্যাকেট বানিয়ে তিনশো থেকে চারশো ডলার এ বিক্রি করছে যেটির মধ্যে এই ওষুধ টিও রয়েছে।

আমি আসলেই অবাক হই। যারা এই ব্যবসা র সাথে জড়িত তাদের সাহস দেখে। আর আমরা যারা অতি উৎসাহী রোগীরা আছি তাদের কথাতো বললামই না। হায়রে আইভারমেকটিন। তুমি আমাদের অনেক কিছু শিখিয়ে দিচ্ছো। সবার প্রতি অনুরোধ বিজ্ঞানকে অনুসরণ করুন। এর বেশি বলার কিছু নেই। ফেসবুক থেকে, মামুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়