শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০১:৪৫ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে গুলিবিদ্ধ ইউপি প্যানেল চেয়ারম্যান মারা গেছেন

কামাল হোসেন: [২] দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল (৫৫) সাভার এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

[৩] বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত প্যানেল চেয়ারম্যান আব্দুল গনি মন্ডলের পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] নিহত গনি মন্ডল দৌলতদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ওমর আলী মোল্লা পাড়ার বিন্দু মোল্লার ছেলে। এর আগে বুধবার (৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক থেকে একটু এগিয়ে তার নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা অতর্কিত ভাবে তাকে উদ্দেশ্য করে গুলি করে, গুলিটি পেটের একপাশে বিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পরেন।

[৫] এসময় তার চিৎকারে স্থানীয়রা ও তার বাড়ির লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্মরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করেন। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থার আরো অবনতি হলে সেখান থেকে তাকে সাভার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করা হয়। বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

[৬] গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, আমরা ন্যাক্কারজনক এ হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিতকরণ ও গ্রেপ্তারের জন্য অভিযানে নেমেছি। জনগনকে শান্ত থাকার অনুরোধ করছি।

[৭] উল্লেখ্য, গত শুক্রবার (১৯ মার্চ) রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে গোয়ালন্দ পদ্মার মোড় নামক এলাকাতে সন্ত্রাসীরা মারাত্বক ভাবে কুপিয়ে জখম করে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলকে। বর্তমান আব্দুর রহমান মন্ডলও মৃত্যুর সাথে পান্জা লড়ছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়