শিরোনাম
◈ গণভোট নিয়ে প্রচার নেই, উদ্বিগ্ন সরকার ◈ মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এখন দূর্গন্ধ ছড়াচ্ছে: শশী থারুর ◈ মিরপুর রোডে গ্যাসের ভালভ ফেটে গেছে, রাজধানীর একাংশে মারাত্মক গ্যাস সংকট ◈ আমাকে কাজ শেখাতে আসবেন না, ইংল‌্যান্ড ক্রিকেট বোর্ডকে কোচ ম‌্যাক কালা‌মের হু‌শিয়ারী ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৭:৫১ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অন্ধকারের শক্তির মোকাবেলায় ৬০’র দশকের মত ঐক্যবদ্ধ ভূমিকা পালনের এখনই সময়: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

সমীরণ রায়: [২] বুধবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পাঠানো এক বিবৃতিতে আর কালবিলম্ব না করে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার জন্যে সরকার, দেশপ্রেমিক সব রাজনৈতিক দল, সংস্কৃতিকর্মী, নাগরিক সমাজ ও প্রগতিশীল ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে।

[৩] পরিষদের সভাপতি সাবেক এমপি ঊষাতন তালুকদার, ভারপ্রাপ্ত সভাপতি ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশগুপ্ত আরও বলেন, ৭১’র মতই সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে টার্গেট করে তাদের ওপর দীর্ঘকাল ধরে পরিচালিত অব্যাহত আক্রমণ, মাগুরাসহ নানান জায়গায় সংখ্যালঘুদের ধর্মান্তরিত হবার জন্য অব্যাহত চাপ দেওয়া হচ্ছে। একই সঙ্গে গ্রামীণ মেলা-উৎসব এবং লালন, বাউল ও সুফিবাদের উপর হামলা, অতি সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের হাটহাজারী, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জসহ নানান স্থানের সরকারি প্রতিষ্ঠান ও সংগীতায়তন ধ্বংস, রাজনৈতিক নেতাদের বাড়িঘরে অগ্নিসংযোগ, কলেমা পড়িয়ে ধর্মীয় পরিচিতি নির্ধারণ, জাতির জনক বঙ্গবন্ধু-বাঘা যতীন ও মধুদা’র ভাস্কর্য ভাংচুর কোন বিচ্ছিন্ন বা অপরিকল্পিত ঘটনা নয়-সবই একই সূত্রে গাঁথা। অন্ধকারের এসব শক্তির সঙ্গে কোন আপোষ আর যা-ই হোক রক্তার্জিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে অচিরেই বিপন্ন করে তুলবে।

[৪] বিবৃতিতে বলা হয়, অন্ধকারের শক্তির আস্ফালন স্তব্ধ করে দেওয়ার এখনই সময়। অন্যথায় বাংলাদেশ পাকিস্তান নয়, আফগানিস্তানে পরিণত হতে আর খুব বেশী দিন অপেক্ষা করতে হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়