শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৭:৫১ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অন্ধকারের শক্তির মোকাবেলায় ৬০’র দশকের মত ঐক্যবদ্ধ ভূমিকা পালনের এখনই সময়: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

সমীরণ রায়: [২] বুধবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পাঠানো এক বিবৃতিতে আর কালবিলম্ব না করে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার জন্যে সরকার, দেশপ্রেমিক সব রাজনৈতিক দল, সংস্কৃতিকর্মী, নাগরিক সমাজ ও প্রগতিশীল ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে।

[৩] পরিষদের সভাপতি সাবেক এমপি ঊষাতন তালুকদার, ভারপ্রাপ্ত সভাপতি ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশগুপ্ত আরও বলেন, ৭১’র মতই সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে টার্গেট করে তাদের ওপর দীর্ঘকাল ধরে পরিচালিত অব্যাহত আক্রমণ, মাগুরাসহ নানান জায়গায় সংখ্যালঘুদের ধর্মান্তরিত হবার জন্য অব্যাহত চাপ দেওয়া হচ্ছে। একই সঙ্গে গ্রামীণ মেলা-উৎসব এবং লালন, বাউল ও সুফিবাদের উপর হামলা, অতি সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের হাটহাজারী, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জসহ নানান স্থানের সরকারি প্রতিষ্ঠান ও সংগীতায়তন ধ্বংস, রাজনৈতিক নেতাদের বাড়িঘরে অগ্নিসংযোগ, কলেমা পড়িয়ে ধর্মীয় পরিচিতি নির্ধারণ, জাতির জনক বঙ্গবন্ধু-বাঘা যতীন ও মধুদা’র ভাস্কর্য ভাংচুর কোন বিচ্ছিন্ন বা অপরিকল্পিত ঘটনা নয়-সবই একই সূত্রে গাঁথা। অন্ধকারের এসব শক্তির সঙ্গে কোন আপোষ আর যা-ই হোক রক্তার্জিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে অচিরেই বিপন্ন করে তুলবে।

[৪] বিবৃতিতে বলা হয়, অন্ধকারের শক্তির আস্ফালন স্তব্ধ করে দেওয়ার এখনই সময়। অন্যথায় বাংলাদেশ পাকিস্তান নয়, আফগানিস্তানে পরিণত হতে আর খুব বেশী দিন অপেক্ষা করতে হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়