শিরোনাম
◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে? ◈ মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত ◈ সিন্ডিকেটের ঝুঁকি—মালয়েশিয়ার শর্ত শিথিলের অনুরোধ বাংলাদেশ সরকারের ◈ অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে কিনা, স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব ◈ মারিয়ানা ট্রেঞ্চে চীনের ভয়ঙ্কর আবিষ্কার, সমুদ্রের ১১ কিমি নিচে যা দেখল চীন, তা কল্পনারও বাইরে! (ভিডিও) ◈ আয়ারল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৩:৩২ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বাথরুম পরিষ্কার আর হ্যান্ডওয়াশ চাইতাম বলে পরিচালকরা নাটকে নেওয়া বন্ধ করে দিলেন’

বিনোদন ডেস্ক : দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুনরায় বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জরুরি সেবাপ্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা অর্ধেক জনবল দ্বারা পরিচালনা, উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম সীমিত করা, গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনসহ ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, এসব সিদ্ধান্ত এখন থেকে সারা দেশে কার্যকর হবে এবং আগামী দুই সপ্তাহ পর্যন্ত তা কার্যকর থাকবে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুটিংয়ের নানা বিষয় নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী শামীমা তুষ্টি। আমাদের সময় ডট কমের পাঠকদের জন্য হু

আমার করোনা পজেটিভ ,,,
অসচেতন আমি ,অসচেতন শুটিং ব্যবস্থা ও অনান্য সকল কিছুর জন্য আসলে আমাদের এখুনি শক্ত হাতে নিয়ন্ত্রন করা প্রয়োজন ,
#কিছু_উপলব্ধী
* প্লিজ শুটিংয়ে মাস্ক পরতে বললে দয়া করে বলবেন না গরীবদের করোনা হয় না ,
*শুটিং এ মাস্ক বাধ্যতামুলক করুন ,
*বাথরুমে হ্যান্ডওয়াশের জন্য এখনো যুদ্ধ করতে হয় , অভিনয় শিল্পী সংঘের ভোটে জিতার পর অনেক পরিচালক আমাকে তাদের নাটকে নেওয়া বন্ধ করে দিলেন বাথরুম পরিষ্কার আর হ্যান্ডওয়াশ চাইতাম বলে ,
*শুটিংয়ে একটু পানি জাতীয় খাবার শরবত বিশুদ্ধ পানি , হাইজেনিক খাবার পরিবেশন করুন, ৫০-৬০ টাকা বাচিঁয়ে কি করবেন , কথায় কথায় বাজেট নাই বলবেন না , তাহলে এটা না করে অন্য কিছু করেন ,
*রাত ১০ টায় শুটিংটা শেষ করেন দয়া করে , শিল্পীরাও মানুষ , শরীরের বিশ্রাম প্রয়োজন হয়,
*বোকার মতো জ্ঞান দিবেন না , আপনাদের যেমন কাজ আমাদের অভিনয় ,নাচ , গান করা কাজ এটাই আমাদের জীবিকা , তাই প্রতিদিন আমাদের কাজে যেতে হয় ,
*শুটিং শেষে পেমেন্টা ঠিক মতো করবেন , এটা কোন দয়া না , কাজের প্রাপ্য,
*মেকাপ করে মাস্ক পরে থাকাটা দুষ্কর তাই কলাকুশলিদের শুধু পায়ে ধরা বাকি থাকে মাস্ক পরাবার জন্য , কিন্তু কোন লাভ হয় না ,
মানুষের যেহেতু দুটো কান , একটা দিয়ে শুনেন আরেকটা দিয়ে বের করে দেন ,
*মাস্ক গলায় পরার জিনিষ না মনে রাখবেন ,
নাকে মুখে ডেকে রাখুন ,
*হাত ধুতেঁ হবে বারবার, স্যানিটাইজ করতে হবে,
সবাই সুস্থ থাকুক এটাই চাই ,
আগামীকাল থেকে যাদের শুটিং ডেট দেওয়া ছিলো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ,
সুস্থ হয়ে ফিরে আসলে অবশ্যই ডেট গুলো মিলিয়ে দেবো ,
সুস্থ হয়ে ফিরে আসলে দেখা হবে ,,,,,

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়