শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০১:২০ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরমে ক্লান্তি দূর করে আখের রস

আতাউর অপু: গরমে শরীর ঠান্ডা রাখতে আখের রসের জুড়ি নেই। এটি শুধু খেতেই সুস্বাদু নয়, গুণেও অনন্য। গরমে ঘামের কারণে শরীর ক্লান্ত লাগে। এক গ্লাস আখের রস খেলেই যেন সেই ক্লান্তি দূর হয়ে যায়। এ কারণে আখের রসকে প্রাকৃতিক শক্তিবর্ধক পানীয় বলা হয়। তবে শুধুমাত্র ক্লান্তি দূর করতেই নয়, ত্বকের জন্য এবং শরীরের জন্যও যথেষ্ট উপকারী হলো আখের রস।

আখের রস খেলে আরও যেসব উপকারিতা পাওয়া যায় -

জন্ডিসের চিকিৎসায়: জন্ডিসে হলে আখের রস খেলে শরীর দ্রুত সুস্থ হয়। এটি খেতে মিষ্টি হলেও শরীরে শর্করার পরিমাণ ঠিক রাখে।

পানিশূন্যতা দূর করে: আখের রসে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, আয়রন এবং ম্যাঙ্গানিজ থাকায় এটি পানে শরীরে ইলেক্টোপ্লেটের ভারসাম্য বজায় রাখে।

ক্যান্সারের বিরুদ্ধে লড়াই: আখের রস ক্যান্সার, বিশেষত প্রোস্টেট এবং স্তন ক্যান্সারসহ মারাত্মক রোগ প্রতিরোধে ভূমিকা রাখে।

পেশির শক্তি বাড়ায়: আখের রস পেশির শক্তি বজায় রাখতে দেহে প্রাকৃতিক গ্লুকোজ সরবরাহ করে।

ডায়াবেটিস নিরাময়ে সহায়ক: আখের রস লো গ্লাইসেমিক ধরনের খাবার হওয়ায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ শক্তিবর্ধক পানীয় হিসেবে পরিচতি। তবে এটি অবশ্যই পরিমিতভাবে খাওয়া উচিত।

ত্বকের উজ্জ্বলতা বাড়ায়: আখের রসে উপস্থিত আলফা হাইড্রোক্সি অ্যাসিড বা এএএচএস ত্বকের মৃত কোষ অপসারণের কাজ করে। এর ফরে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। এছাড়া ব্রণের দাগ দূর করতে সারাসরি আক্রান্তস্থলে আখের রস লাগাতে পারেন।

রক্তশূন্যতা দূর করে: আখের রসে প্রচুর পরিমাণে আয়রন থাকায় এটি পানি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে। ফলে রক্তশূন্যতা দূর হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়