শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০২:০১ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বইমেলায় প্রথম বই ‘অনুভূতির অভিধান’ নিয়ে তাহসানের লেখক হিসেবে আত্মপ্রকাশ

বিনোদন ডেস্ক: তাহসান খান। গায়ক, গীতিকার, সুরকার, কি-বোর্ড ও গিটার বাদক, শিক্ষক, অভিনেতা, মডেল এবং উপস্থাপক। এসব পরিচয় দিয়ে অনেক আগেই জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি। এবার এক ভিন্ন পরিচয়ে সামনে এসেছেন এই তারকা। লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে তার। এবারের বই মেলায় প্রকাশ পেয়েছে তার প্রথম বই ‘অনুভূতির অভিধান’। একুশে টেলিভিশন

বইটি প্রকাশ করেছে অধ্যয়ন প্রকাশনী। ২৫% ছাড়ে প্রি-অর্ডার করে পাওয়া যাচ্ছে শুধুমাত্র রকমারি ডটকমে।

প্রথমবার বই লেখা নিয়ে তাহসান বলেন, ‘অন্যরকম একটা অনুভূতি। নিজের লেখা প্রথম বই। আবেগটা দারুণ। ২০-২৫টি গল্প নিয়ে বইটি তৈরি করা। আশা করছি পাঠক পড়ে আরাম পাবেন।’

তিনি আরও বলেন, ‘মানুষের জীবনে বেড়ে উঠার সময়ে অনেক কিছুই শেখা হয়। আমার মনে হয় আমাদের সমাজের প্রেক্ষাপটে একটা জিনিসই কম শিখছি, সেটা হচ্ছে অনুভূতি কিভাবে ধারণ করতে হয়; সেটাকে কীভাবে প্রক্ষেপণ করতে হয়, অনুভূতির চরাই-উৎরাই কীভাবে পার করতে হয় সেটা। এটা আমরা শিখি না। কারণ, স্কুল-কলেজে এটা শেখানো হয়না, পরিবারেও খুব একটা হয় না। যার কারণে টিনেজ বয়সে কিংবা তার পরবর্তী বয়সে বিভিন্ন সময়ে ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন চলে আসে। আমার এই বইটা হচ্ছে একটা ‘কনভার্সেশন স্টার্টার’; যেন কথার শুরু হয়। আমি বলবো না যে এভাবেই শুরু করতে হবে! তবে আমি আমার গল্পের মাধ্যমে বলতে চাই যে, এভাবে শুরুটা হতে পারে।’

প্রসঙ্গত, গান আর কবিতা লেখার চর্চাটা অনেক পুরনো তাহসানের। তাই নিজেকে একজন লেখক হিসেবে আত্মপ্রকাশ করার প্রয়াস মস্তিষ্কের কোন এক প্রকোষ্ঠে সুপ্ত অবস্থায় ছিল তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়