শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০১:৫৫ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৯:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের ৫০ বছরের যাত্রা ছিলো প্রশংসাযোগ্য বীরত্বগাঁথায় ভরা, আগামী দিনগুলোতেও মোকাবেলা করতে হবে অজস্র চ্যালেঞ্জ

আসিফুজ্জামান পৃথিল: [২] ১৯৭১ সালে জন্মের পর থেকেই বাংলাদেশ পরিচিত ছিলো আন্তর্জাতিক তলাহীন ঝুড়ি হিসেবে। বাংলাদেশ নির্ভরশীল ছিলো আন্তর্জাতিক সহায়তার উপর। পরিচিত ছিলো দূর্যোগপ্রবণ, সম্পদহীন, যুদ্ধ বিদ্ধস্ত, দারিদ্রপীড়িত, অশিক্ষিত জনগোষ্ঠীর চাপে জর্জরিত, মৌলিক অধিকার পূরণে অক্ষম একটি দেশ হিসেবে। সাউথ এশিয়া ডট কম

[৩] বিশ্বব্যাংক বলছে, ১৯৯০ সালে বাংলাদেশের মোট জাতীয় আয় ছিলো মাত্র ৩১.৬ বিলিয়ন ডলার। ২০১০ সালে তা দাঁড়ায় ১১৫.৩ বিলিয়ন ডলার আর ২০১৯ সালে ৩০২.৬ বিলিয়ন ডলার। এসময় মাথাপিছু আয় যথাক্রমে ছিলো ৩০৬ ডলার, ৭৮১ ডলার ও ১৮৫৫ ডলার। দক্ষিণ এশিয়ার রুগ্ন দেশটি এখন শরীর জুড়ে পেশীর সমোরহ নিয়ে ঘুরে বেড়াচ্ছে।

[৪] প্রচলিত আছে, জিডিপি সবসময় সত্য বলে না। তবে বিশ্ব ব্যাংকের অন্য ডাটাগুলোও বাংলাদেশের পক্ষেই কথা বলছে। ২০০০ সালে দারিদ্রের হার যেখানে ছিলো ৪৮.৯ শতাংশ, ২০১৬ সালে ছিলো ২৪.৫ শতাংশ। আর ২০২০ সালে তা ২০ এর নিচে নেমে গেছে। ১৯৭৫ সালে আয়ুস্কাল ছিলো ৪৮.৩১ বছর, ২০১৮ সালে তা দাঁড়ায় ৭২.৩ বছর। ১৯৮১ সালে স্বাক্ষরতার হার ছিলো ২৯.২৩ শতাংশ আর ২০১৯ সালে ৭৪.৬১ শতাংশ। ৮৫ শতাংশ শিশুই প্রাথমিক বিদ্যালয়ে যায়, উচ্চবিদ্যালয়ে যায় ৬২ শতাংশ। দুই ক্ষেত্রেই বালকের চেয়ে বালিকা বেশি।

[৫] ১৯৭৮ সালে ফ্রান্সে ১০ হাজার শার্ট রপ্তানির মাধ্যমে যে তৈরি পোষাক শিল্পের যাত্রা শুরু তা আজ বিশ্বে ২য় বৃহত্তম। আমদানি নির্ভর দেশটি আজ পুরোপুরি রপ্তানি নির্ভর।

[৬] বাংলাদেশের সামনে অবশ্যই চ্যালেহ্জ আছে। শক্তিশালী অবস্থান ধরে রাখতে শক্তিশালী গণতন্ত্রের বিকল্প নেই। বাংলাদেশকে এখন এইদিকেই মনোনিবেশ করতে হবে। তাহলে পরের ৫০ বছরে সমৃদ্ধি আকাশ স্পর্শ করবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়