শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০১:২৮ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ম্যানচেস্টার সিটি বিশেষ সম্মান দিয়ে আগুয়েরোকে বিদায় জানাবে

স্পোর্টস ডেস্ক : [২] নন্দিত ফুটবলার সার্জিও আগুয়েরোর সঙ্গে দীর্ঘ এক দশকের সর্ম্পকের ইতি টানতে যাচ্ছে ম্যানচেস্টার সিটির। চলতি মৌসুম শেষেই ইংলিশ দলটি পরিবর্তন করতে চলেছেন আর্জেন্টাইন এই তারকাকে। সোমবার (২৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে অ্যাগুয়েরো নিজেই।

[৩] প্রিমিয়ার লিগের ক্লাবটির জার্সিতে ২৫৭ গোলের মালিক বলেন, নতুন মৌসুমে আর চুক্তি করছেন না তিনি। ক্লাবের পক্ষ থেকে এক বার্তায় ক্লাবের ইতিহাসে সর্বাধিক গোলস্কোরারের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

[৪] ম্যানচেস্টার সিটি জানিয়েছে, জাঁকজমকপূর্ণ এক বিদায়ী সংবর্ধনা দেয়া হবে তাকে। পাশাপাশি ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বসানো হবে তার ভাস্কর্য। ডেভিড সিলভা, ভিনসেন্ট কোম্পানির পর তৃতীয় ফুটবলার হিসেবে আগুয়েরোকে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

[৫] ২০০৩ সালে আর্জেন্টিনার দল ইন্ডিপেন্ডিয়েন্টের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক এই ফরোয়ার্ডের। ২০০৬ সালে যোগ দেন অ্যাতলেটিকো মাদ্রিদে। ২০১১ সালে স্প্যানিশ দলটি ছেড়ে ম্যানচেস্টারে পাড়ি জমান তিনি। প্রথম মৌসুমে লিগের শেষ ম্যাচে যোগ করা সময়ে দুর্দান্ত এক গোল করেন আগুয়েরো। এতে দীর্ঘ সাড়ে চার দশক পর ইংল্যান্ড সেরা হয় সিটিজেনরা।

[৬] গেল দশ মৌসুমে ৩টি প্রিমিয়ার লিগ, ৫টি লিগ কাপ, ১টি এফএ কাপ জিতেছেন সিটির জার্সি গায়ে। ২০১৭ নীল জার্সিতে হয়েছিলেন দলের রেকর্ড গোলস্কোরার। এখনও পর্যন্ত তার ধারে কাছেও নেই কেউই। - দ্য সান/ ফেসবুক/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়