শিরোনাম
◈ জাতির সংকটময় মুহূর্তে খালেদা জিয়ার প্রয়াণ ‘বিরাট ক্ষতি’: প্রধান উপদেষ্টা ◈ তিন দিনের রাষ্ট্রীয় শোক ও কাল বুধবার সাধারন ছুটি ঘোষণা ◈ তার সেই মহান উক্তি ‘দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই’ (ভিডিও) ◈ খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন শেখ হাসিনা ◈ খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের আজ‌কের খেলা স্থগিত ◈ খালেদা জিয়া গৃহবধূ থেকে যেভাবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম নেতা হয়ে উঠেছিলেন  ◈ শহীদ জিয়ার পাশেই শায়িত হবেন খালেদা জিয়া ◈ আজ দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ◈ খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শোক ◈ ‘মাথার ওপর থেকে মায়ের ছায়া সরে গেল’: খালেদা জিয়ার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন রিজভী

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ১০:২০ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠানোর অভিযোগ অস্বীকার করলো থাইল্যান্ড

তাহমীদ রহমান: [২] স্থানীয় এক কর্মকর্তা বলেন, সরকারি নীতির আলোকেই কারেন শরণার্থীদের জন্য এ ব্যবস্থা করা হয়েছে। রয়টার্স, দ্যা গার্ডিয়ান

[৩] সোমবার মিয়ানমারের সংস্থা ফ্রি বার্মা রেঞ্জার্সর প্রতিষ্ঠাতা দাবি করেন, থাইল্যান্ডে পালিয়ে যাওয়া প্রায় ২০০৯ জন শরণার্থীকে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সীমান্তে মিয়ানমারের দিকে ই থু হতা শরণার্থী ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।

[৪] গ্রামবাসীর ধারণ করা ভিডিওতে দেখা যায় থাই সেনাদের নজরদারিতে শরণার্থীরা নৌকায় উঠছেন। ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, দেখুন থাইল্যান্ডের সেনারা গ্রামবাসীদের ফিরে যেতে বলছেন। বয়স্ক মানুষদেরও ফিরে যতে হবে বলছে। এখানে অনেক থাই সেনা।

[৫] মানবাধিকার সংস্থা এবং ইউরোপীয় ক্যারেন নেটওয়ার্ক নামে একটি বিদেশী সহায়তা গ্রুপ থাই সরকারের সমালোচনা করেছে। হিউম্যান রাইটস ওয়াচের থাইল্যান্ডের সিনিয়র গবেষক সুনাই ফাসুক বলেন, থাইল্যান্ডের হৃদয়হীন এবং অবৈধ কাজ এখনই বন্ধ করা উচিত।

[৬] থাই প্রধানমন্ত্রী প্রয়ূথ চ্যান ওচা সোমবার এর আগে বলেছিলেন যে, শরণার্থীদের মেনে নিতে সরকার প্রস্তুত ছিল এবং থাইল্যান্ড মিয়ানমারের জান্তা সমর্থন করছে না।

[৭] গত শনিবার মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবসে সেনাবাহিনীর গুলিতে দেশটির গণতন্ত্রপন্থি ১১৪ বিক্ষোভকারী নিহত হয়। যার প্রতিশোধ নিতে ওই দিন একটি সেনাপোস্টে হামলা চালিয়ে এক কর্নেলসহ ১০ সেনাসদস্যকে হত্যা করার দাবি করে সশস্ত্র গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন।

[৮] বিমান হামলা শুরু হলে কারেন গ্রামের তিন হাজারের বেশি বাসিন্দা বাড়িঘর ছেড়ে প্রথমে জঙ্গলে এবং সেখান থেকে সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেয়। থাই কর্তৃপক্ষ রোববার মিয়ানমারের তিন হাজারের বেশি শরণার্থী তাদের ভূখণ্ডে পৌঁছানোর কথা নিশ্চিত করে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়