শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ১০:২০ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠানোর অভিযোগ অস্বীকার করলো থাইল্যান্ড

তাহমীদ রহমান: [২] স্থানীয় এক কর্মকর্তা বলেন, সরকারি নীতির আলোকেই কারেন শরণার্থীদের জন্য এ ব্যবস্থা করা হয়েছে। রয়টার্স, দ্যা গার্ডিয়ান

[৩] সোমবার মিয়ানমারের সংস্থা ফ্রি বার্মা রেঞ্জার্সর প্রতিষ্ঠাতা দাবি করেন, থাইল্যান্ডে পালিয়ে যাওয়া প্রায় ২০০৯ জন শরণার্থীকে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সীমান্তে মিয়ানমারের দিকে ই থু হতা শরণার্থী ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।

[৪] গ্রামবাসীর ধারণ করা ভিডিওতে দেখা যায় থাই সেনাদের নজরদারিতে শরণার্থীরা নৌকায় উঠছেন। ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, দেখুন থাইল্যান্ডের সেনারা গ্রামবাসীদের ফিরে যেতে বলছেন। বয়স্ক মানুষদেরও ফিরে যতে হবে বলছে। এখানে অনেক থাই সেনা।

[৫] মানবাধিকার সংস্থা এবং ইউরোপীয় ক্যারেন নেটওয়ার্ক নামে একটি বিদেশী সহায়তা গ্রুপ থাই সরকারের সমালোচনা করেছে। হিউম্যান রাইটস ওয়াচের থাইল্যান্ডের সিনিয়র গবেষক সুনাই ফাসুক বলেন, থাইল্যান্ডের হৃদয়হীন এবং অবৈধ কাজ এখনই বন্ধ করা উচিত।

[৬] থাই প্রধানমন্ত্রী প্রয়ূথ চ্যান ওচা সোমবার এর আগে বলেছিলেন যে, শরণার্থীদের মেনে নিতে সরকার প্রস্তুত ছিল এবং থাইল্যান্ড মিয়ানমারের জান্তা সমর্থন করছে না।

[৭] গত শনিবার মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবসে সেনাবাহিনীর গুলিতে দেশটির গণতন্ত্রপন্থি ১১৪ বিক্ষোভকারী নিহত হয়। যার প্রতিশোধ নিতে ওই দিন একটি সেনাপোস্টে হামলা চালিয়ে এক কর্নেলসহ ১০ সেনাসদস্যকে হত্যা করার দাবি করে সশস্ত্র গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন।

[৮] বিমান হামলা শুরু হলে কারেন গ্রামের তিন হাজারের বেশি বাসিন্দা বাড়িঘর ছেড়ে প্রথমে জঙ্গলে এবং সেখান থেকে সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেয়। থাই কর্তৃপক্ষ রোববার মিয়ানমারের তিন হাজারের বেশি শরণার্থী তাদের ভূখণ্ডে পৌঁছানোর কথা নিশ্চিত করে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়