শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৮:৫০ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৯:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাশকতার পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগে নিপুণ রায় গ্রেপ্তার: র‌্যাব

শিমুল মাহমুদ: [২] রাজধানীতে বাসে আগুন লাগিয়ে নাশকতার পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগে নিপুণ রায় চৌধুরীকে সহযোগীসহ রায়েরবাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (২৮ মার্চ) সন্ধ্যায় র‌্যাব সদর দফতর থেকে এক খুদে বার্তায় নিপুণ রায় চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে র‌্যাব।

[৩] এর আগে ৭১ টেলিভিশনসহ একাধিক বেসরকারি চ্যানেলে নিপুণ রায়ের মোবাইল ফোনে কথোপকথনের একটি অডিও রেকর্ড প্রকাশ করা হয়। অডিও রেকর্ডে নারী কণ্ঠটি নিপুণ রায়ের বলেও সংবাদে দাবি করা হয়। নারী কণ্ঠে বলতে শোনা যায়, বাসে আগুন ধরিয়ে দিয়ে ভিডিও ও ছবি তুলে তাকে পাঠানোর অনুরোধ করতে। এর জবাবে মোবাইলের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিপুণ রায়কে আশ্বস্ত করেন, আগুন দিতে পারবেন। এরপর আরও একটি রেকর্ডে পুরুষ কণ্ঠে শোনা যায়, বাসে আগুন দেওয়ার ছবি পাঠিয়েছে নিপুণ রায়কে। কিন্তু ভিডিও করতে পারেনি। বাংলা ট্রিবিউন

[৪] এদিকে রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে রায়েরবাজার বাসা থেকে তাকে আটক করা হয়েছে জানান, নিপুণ রায় চৌধুরীর শ্বশুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

[৫] তিনি বলেন, ‘বিকেল সাড়ে ৩ টার দিকে পুলিশের একটি দল রায়ের বাজার বাসায় ঢুকে নিপুণ রায় চৌধুরীকে আটক করে। এখন কোথায়, কী অবস্থায় তাকে রাখা হয়েছে, সে ব্যাপারে আমরা কিছু জানি না।’

[৬] গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীকে বেলা আনুমানিক ৩-৪৫ মিনিটে তার ঢাকার রায়ের বাজারস্থ বাসভবনে ডিবি পরিচয়ে সাদা পোশাকধারী প্রচুর সংখ্যক ব্যক্তি আকস্মিকভাবে বিনা ওয়ারেন্টে প্রবেশ করে আটক করে নিয়ে যায়। এপর্যন্ত বিভিন্ন থানা এবং ডিবি অফিস সংশ্লিষ্ট স্থানে খোঁজ খবর নিলেও তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

[৭] বিএনপি এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং অবিলম্বে নিপুন রায় চৌধুরীর সন্ধান ও তার নিঃশর্ত মুক্তি দাবি করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়