আব্দুল্লাহ যুবায়ের: [২] শনিবার রাতে দেশটির সেন্ট জর্দি আরিয়ানায় অনুষ্ঠিত এ কনসার্টে প্রধান আকর্ষণ ছিলো স্প্যানিশ ইন্ডি ব্যান্ড। সেখানে মাস্ক পরলেও সামাজিক দূরত্ব মানেনি কেউ । আল জাজিরা
[৩] সেলভাডর নামে একজন দর্শক বলেন, করোনার কারণে দীর্ঘ সময় ধরে এ ধরনের বিনোদন থেকে বঞ্চিত আমরা। এখানে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত উচ্ছসিত। আশা করি, দ্রুত বৈশ্বিক সমস্যার সমাধান হবে। আমরাও স্বাভাবিক জীবনে ফিরে যাবো।
[৪] ডাক্তার জোসেপ মারিয়া লিব্রে বলেন, কনসার্টে অংশগ্রহণের জন্য কোভিড টেস্ট শর্ত ছিলো। দুই হাজার ৪০০ জনের করোনা পজেটিভ এসেছিলো। আয়োজকদের অনুরোধ করেছিলাম, তাদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার জন্য। তারা আমাদের কথা রেখেছে।
[৫] আয়োজক কমিটি বলছে, করোনাকালে ইউরোপের মধ্যে আমরাই প্রথম এত বড় কনসার্টের আয়োজন করলাম। টিকিটের মূল্যে কোভিড টেস্ট ও মাস্ক কেনার খরচ অন্তর্ভুক্ত রেখেছিলাম।