শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০২:১২ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে জেলা প্রশাসনের জাতীয় পতাকাবাহী বর্ণাঢ্য র‌্যালি

চৌধুরী হারুনুর রশীদ: [২] বাংলাদেশের এক অন্যন্য অর্জন ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীীল দেশে উত্তরণ উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের কর্তৃক বর্ণাঢ্য র‌্যালী করা হয়। শনিবার সকাল সাড়ে ১০ ঘটিকার সময় জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসনের কার্যালয় হতে বিশাল জাতীয় পতাকাবাহী বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়ক প্রদক্ষিণ করে মারী ষ্টেডিয়ামে গিয়ে শেষ করা হয়।

[৩] জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেন,বাংলাদেশের এক অন্যন্য অর্জন ও স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীীল দেশে পরিণত হয়েছে।

[৪] বর্তমানে কেউ অনহারে অর্ধাহারে নেই। সকল দিক দিয়ে এখন বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ। আগামীতে বাংলাদেশ আর কারো কাছে নত হবে না। স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এছাড়াও পাহাড়ে সম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সরকার সকল ধরনের উন্নয়নমূখী কাজ করে যাচ্ছে। রাঙামাটিতে আমরা সকল ক্ষেত্রে সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো। এই ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

[৫] জেলা প্রশাসনের র‌্যালিতে অংশ গ্রহন করেন,পুলিশ সুপার মোদ্দাচ্ছের হোসেন,জেলা পরিষদের প্রতিনিধি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডেও প্রতিনিধি মেডিকেল কলেজের প্রতিনিধি, বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রতিনিধি,স্থাস্থ্য বিভাগ ও শিক্ষা বিভাগসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি-বেসরকারি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্ক্ষী,সুশীল সমাজ, সামরিক বেসামরিক কর্মকর্তাগণ , নবগঠিত রাঙামাটি প্রেস ক্লাবের সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়