শিরোনাম
◈ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র নির্দেশেই বাংলাদেশি সন্দেহে ওপারে পুশব্যাক করা হচ্ছে: মমতা ◈ বিশ্বকাপের আগে বাংলা‌দে‌শের আর কোনো ম্যাচ নেই, সবচেয়ে বেশি ভারতের ◈ বিলিয়ন ডলার ঋণে চা‌পে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ ঢাবি শিক্ষক জামাল উদ্দীনকে হেনস্তা ডাকসু নেতার, ধাওয়া করার ভিডিও ভাইরাল ◈ একাত্তর আমাদের শেকড় এর প্রজন্মকে নিকৃষ্ট বলার দুঃসাহস তারা কীভাবে দেখায়: ফখরুল ◈ টানা লোকসান পেরিয়ে মুনাফায় বাংলাদেশ স্যাটেলাইট-১: অর্ধেক সক্ষমতায়ই আয় বেড়ে স্থিতিশীল হচ্ছে বিএসসিএল ◈ মাহফুজ ও আসিফের বিরুদ্ধে মিছিল, নেতৃত্বে এনসিপি থেকে বহিষ্কৃত মুনতাসির (ভিডিও) ◈ তফসিল ঘোষণার পর ইসির অধীনে যাবে যে সব দায়িত্ব ও ক্ষমতা ◈ যে কারণে এশিয়ার দেশে দেশে ভয়াবহ বন্যা, জানালেন বিজ্ঞানীরা ◈ ‘অপমানিত’ বোধ করছেন বাংলাদেশের রাষ্ট্রপতি, মেয়াদের অর্ধেকেই পদ ছাড়তে চান: রয়টার্সকে প্রেসিডেন্ট সাহাবুদ্দিন

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০২:১২ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে জেলা প্রশাসনের জাতীয় পতাকাবাহী বর্ণাঢ্য র‌্যালি

চৌধুরী হারুনুর রশীদ: [২] বাংলাদেশের এক অন্যন্য অর্জন ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীীল দেশে উত্তরণ উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের কর্তৃক বর্ণাঢ্য র‌্যালী করা হয়। শনিবার সকাল সাড়ে ১০ ঘটিকার সময় জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসনের কার্যালয় হতে বিশাল জাতীয় পতাকাবাহী বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়ক প্রদক্ষিণ করে মারী ষ্টেডিয়ামে গিয়ে শেষ করা হয়।

[৩] জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেন,বাংলাদেশের এক অন্যন্য অর্জন ও স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীীল দেশে পরিণত হয়েছে।

[৪] বর্তমানে কেউ অনহারে অর্ধাহারে নেই। সকল দিক দিয়ে এখন বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ। আগামীতে বাংলাদেশ আর কারো কাছে নত হবে না। স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এছাড়াও পাহাড়ে সম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সরকার সকল ধরনের উন্নয়নমূখী কাজ করে যাচ্ছে। রাঙামাটিতে আমরা সকল ক্ষেত্রে সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো। এই ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

[৫] জেলা প্রশাসনের র‌্যালিতে অংশ গ্রহন করেন,পুলিশ সুপার মোদ্দাচ্ছের হোসেন,জেলা পরিষদের প্রতিনিধি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডেও প্রতিনিধি মেডিকেল কলেজের প্রতিনিধি, বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রতিনিধি,স্থাস্থ্য বিভাগ ও শিক্ষা বিভাগসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি-বেসরকারি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্ক্ষী,সুশীল সমাজ, সামরিক বেসামরিক কর্মকর্তাগণ , নবগঠিত রাঙামাটি প্রেস ক্লাবের সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়