শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৮:১২ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৮:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চক্ষু চিকিৎসার নামে প্রতারণা, বাগেরহাটে স্বাস্থ্যকর্মীসহ আটক ৩

ডেস্ক নিউজ: বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে জেলা সদর উপজেলার পাটরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

আটকরা হলেন, উপজেলার সোনাডাংগা গ্রামের আজহারুল ইসলামের ছেলে ও মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের উপ-সহকারী মেডিক্যাল অফিসার মো. মিজানুর রহমান (৩০), বাগেরহাট সদর উপজেলার কোড়ামারা গ্রামের বাবর আলী মল্লিকের ছেলে জুয়েল মল্লিক ও একই গ্রামের মৃত ইউসুফ আলী শেখের ছেলে মো. মাহফুজুর রহমান (৩৪)।

আটকদের মধ্যে মিজানুর মোরেলগঞ্জ ইউনিয়নের বিষখালী কমিউনিটি ক্লিনিকে কর্মরত আছেন। আটকরা দীর্ঘদিন ধরে এশিয়ান ডিজিটাল চক্ষু হাসপাতালের নামে ক্যাম্প করছিলেন।

জানা যায় কয়েকদিন ধরে মাইকিংসহ বিভিন্নভাবে চক্ষু চিকিৎসা ক্যাম্পের প্রচার করে প্রতারক চক্রটি। সকালে তারা পাটরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে একটি ব্যানার টাঙিয়ে চক্ষু ক্যাম্প শুরু করেন। রেজিস্ট্রেশনের কথা বলে ৫শ থেকে ৬শ টাকা নেওয়ায় এবং তাদের কথা-বার্তায় সন্দেহ হলে প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়। তারা স্থানীয় খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এসএস লিয়াকত হোসেন ননীকে ইনজেকশন পুশ করলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ক্যাম্পের প্রতারক চক্রের ওই তিন জনকে আটক করলে তারা তাদের প্রতারণার কথা শিকার করে টাকা ফেরত দিতে চান। পরে আটকদের পুলিশে সোপর্দ করা হয়।

জেলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জানান, চক্ষু ক্যাম্পের নামে প্রতারণার ফাঁদ পাতে চক্রটি। এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে তাদের আটক করে থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুফতি কামাল হোসেন বলেন, আমার কোনো স্টাফের অপরাধের দায়ভার আমি নেব না। তবে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের কোনো কর্মকর্তা-কর্মচারী যদি কোনো অন্যায় করে থাকেন, তবে তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: বাংলা নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়