শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ১২:১২ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় সংসদ ভবনের লাল-সবুজের দৃষ্টি নন্দন আলোকসজ্জা , থাকবে ২৭ মার্চ পর্যন্ত

মনিরুল ইসলাম: [২] লাল-সবুজ আলোর ছটায় ভাসছে জাতীয় সংসদ ভবন। আলোকিত হয়ে উঠেছে ওই এলাকা। দৃষ্টি নন্দন আলোকসজ্জা মোহিত সবায়। দৃষ্টি কেড়েছে পথিকদের।

[৩] লাল-সবুজ আলোয় ফুটে উঠছে বাংলাদেশের মানচিত্র, আমাদের জাতীয় পতাকা,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি।

[৪] বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই গান আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা/আলো নয়ন-ধোওয়া আমায়...।

[৫] নোবেল বিজয়ী বিশ্ব কবির এই গানই যেন প্রস্ফুটিত হচ্ছে জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া এভিনিউর সংসদ সদস্যদের ভবনগুলোতে। সংসদ ভবনের গোলাপ বাগানেও বইছে আলোর ফোয়ারা ।

[৬] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই আলোকসজ্জা করা হয়েছে সংসদ ভবন এলাকায়।

[৭] গত ২০ মার্চ রাতে এই আলোকসজ্জা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোবাইলে ছবিও তুলেন প্রধানমন্ত্রী।

[৮] আগামী ২৭ মার্চ পর্যন্ত এই আলোকসজ্জা চলবে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারিণী সচিব ওয়ারেছ হোসেন।

[৯] সংসদ ভবনে এমন ভাবে আলোকসজ্জা করা হয়েছে যেন লাল সবুজের খেলা। সংসদ ভবন থেকে বের হচ্ছে লাল আলোকচ্ছটা। আর বাইরে সবুজ আলো। সংসদ ভবনের গায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিচ্ছবি ভেসে উঠছে লেজার রশ্মির মাধ্যমে। সংসদের লেকে আলোয় টলমল করছে পানি।

[১০] সংসদের দক্ষিণ প্লাজার সিঁড়িতে বাংলাদেশের মানচিত্র ছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী লেখা রয়েছে। সংগীতের তালে তালে জ্বলছে আর নিভছে বাতি।

[১১] এ এক আলোর জগত। মানিক মিয়া এভিনিউ দিয়ে আসা-যাওয়া যাত্রিরা এ দৃশ্য দেখে বিমোহিত হচ্ছে৷ কেউ কেউ মোবাইলে ধরে রাখছেন আলোর ছলকানি।

[১২] মোহাম্মদপুর থেকে আসা ইফতেখার হোসেন বলেন, দেখতে এসেছি সংসদ ভবনের আলোকসজ্জা। চমৎকার। সাথে আমার পরিবারের সদস্যরা । তারা ভিডিও করছেন আর বলছেন অসাধারণ নান্দনিকতায় ভরা। না দেখলে মিস হয়ে যেতো।

[১৩] এদিকে, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই আলোকসজ্জা নিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ মানুষের অধিকার আদায়ে আমৃত্যু সংগ্রাম করেছেন । তাঁর জন্য আমরা একটি দেশ। একটি মানচিত্র। একটি পতাকা পেয়েছি। তাই জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সংসদে আলোকসজ্জা করা হয়েছে। এতেও তুলে ধরা হয়েছে মানচিত্র, জাতির পিতা ও তাঁর সুযোগ্য কন্যা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

[১৪] উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে জাতীয় সংসদের আলোকসজ্জা দেখতে সংসদ এলাকায় আসেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত ৯টা ৪০ মিনিটে প্রবেশ করে প্রায় ৩০ মিনিটি অবস্থান করেন। এসময় প্রধানমন্ত্রী নিজের মোবাইলে ছবিও তোলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়