শিরোনাম
◈ ‘নলকূপ বসাতে গেলেই বেরিয়ে আসছে গ্যাস’ ◈ রেসলার‌দের রিংয়ে বাস্তবে হামলা, নিষিদ্ধ ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন ম্যাকইনটায়ার ◈ নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি ◈ নির্বাচনের বিষয়ে কথা বলতে আসিনি— রাজশাহীতে আসিফ নজরুল ◈ পাকিস্তান-বাংলাদেশের বাণিজ্যে নতুন অধ্যায়: করাচি-চট্টগ্রাম শিপিং সেবা চালু ◈ ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যা: অভিযোগপত্রে যা বলেছে ডিবি ◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিষয়ে এখন সবার একটি স্পষ্ট অবস্থান নেওয়া জরুরি : প্রেস সচিব  ◈ সাফারি পার্ক থেকে রিংটেইলড লেমুর চুরি, সীমান্ত হয়ে বিদেশে পাচার: বন্যপ্রাণী পাচার চক্রে সক্রিয় আন্তর্জাতিক সিন্ডিকেট ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৩:০৪ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোহলির দলকেই সেরা মানছেন লয়েড

ডেস্ক রিপোর্ট : তিনি কিংবদন্তি৷ তিনি প্রথম দু‘বারের বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক৷ তিনি প্রাক্তন ক্যারিবিয়ান ক্যাপ্টেন ক্লাইভ লয়েড৷ যাঁর নেতৃত্বে কয়েক দশক ক্রিকেটবিশ্বকে শাসন করেছে ওয়েস্ট ইন্ডিজ৷ কিংবদন্তি সেই লয়েডের মুখে শোনা গেল বিরাট কোহলির দল ও আইপিএলের প্রশংসা৷ সদ্য অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় এবং ঘরের মাঠে ইংল্যান্ডকে পর্যুদস্ত করা টিম ইন্ডিয়াকেই সর্বকালের সেরা ভারতীয় দল বলে মনে করছেন লয়েড৷

ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত চার টেস্টের সিরিজ জিতেছে কোহলির ভারত৷ ইংরেজদের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্ট জয়ের সঙ্গে লয়েডের রেকর্ড স্পর্শ করেছে কোহলি৷ আমদাবাদে শেষ টেস্ট জিতে লয়েডকে ছুঁয়েছেন ক্যাপ্টেন কোহলি৷ দু’জনেই ৩৬টি টেস্ট জিতেছেন৷ এর কয়েকদিনের মধ্যেই বিরাটের দলকে সেরা ভারতীয় দল হিসেবে অ্যাখ্যা দিলেন লয়েড৷ প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের মতে, বিরাটের দলে এত বৈচিত্র্য রয়েছে, যা আগে কোনও ভারতীয় দলে দেখা যায়নি৷

বুধবার The Telegraph-এর একটি অনুষ্ঠানে লয়েড বলেন, ‘কোহলির দল অনেক ভালো। এই দলে অনেক বৈচিত্র্য রয়েছে। খেলোয়াড়রা অনেক ফিট ও পেশাদার। আমার অন্তত তাই মনে হয়। অস্ট্রেলিয়ায় পিছিয়ে থেকে যেভাবে সিরিজ জিতেছে, তা অসাধারণ৷ আমার মনে হয়, এটাই ভারতের সর্বকালের সেরা দল।’ অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর ঘুরে দাঁড়িয়ে সিরিজ জেতে টিম ইন্ডিয়া৷

ভারতীয় দলের পাশাপাশি আইপিএলের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক৷ আইপিএল শুরুর অনেক আগেই বাইশ গজকে বিদায় জানিয়েছেন লয়েড। কিন্তু ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের আকর্ষণ এড়াতে পারেননি। আইপিএলকে দেখে বাকি বিশ্বে একের পর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের সংখ্যা বেড়েছে এবং যেভাবে ক্রিকেটাররা উঠে আসছে, তা দেখে অভিভূত লয়েড।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ নিয়ে বলতে গিয়ে লয়েড জানান, ‘আইপিএল এক কথায় ক্রিকেটের মানচিত্রটাকেই বদলে দিয়েছে। যাঁরা ক্রিকেটের সঙ্গে পরিচিত তাঁরা কোনওভাবেই একথা অস্বীকার করতে পারবেন না৷ অর্থ, ফিটনেস এবং নতুন নতুন শট তৈরি ক্ষেত্রে আইপিএল দিশা দেখিয়েছে৷ নতুন নতুন ক্রিকেটারদের তুলে আনার ক্ষেত্রেও আইপিএলের ভূমিকা অপরিসীম৷’ সূত্র- কলকাতা২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়