সুজন কৈরী: আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) একজন এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃতের নাম শেখ মো. ইমরান হোসেন (৩৩)।
এন্টি টেররিজম ইউনিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের দেওভোগ থেকে ইমরানকে গ্রেপ্তার করে এটিইউ। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসেট, একটি সিম কার্ড ও চ্যাটিংয়ের স্ক্রিনশট জব্দ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে এটিইউ জানিয়েছে, গ্রেপ্তার ইমরান আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। তিনি ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে জঙ্গিবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিলেন। তারা সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেয়ার জন্য সিকিউরড অ্যাপসের মাধ্যমে নিজেদের মধ্যে চ্যাটিং চালয়ে যাচ্ছিলেন।
ইমরান নরসিংদীর রায়পুর থানায় গত ১০ ফেব্রুয়ারি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার (নং-০৬) এজাহারনামীয় পলাতক আসামি।