শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০১:৩৯ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েলি জঙ্গি বিমান ও মার্কিন বোমারু বি-৫২ শক্তিমত্তা দেখালো ইরানকে

রাশিদুল ইসলাম : [২] ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এটি এক কৌশলগত যুদ্ধবিমানের উড্ডয়ন যা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের আকাশের সুরক্ষা রাখার জন্যে গুরুত্বপূর্ণ। দুটি ইসরায়েলে এফ-ফিফটিন মার্কিন বি-৫২ বোমারু বিমানকে পাহারা দিয়ে উড্ডয়নের পর তা ইসরায়েলি সেনাবাহিনীর টুইটারে জানানো হয়। আরটি

[৩] ইসরায়েলী আকাশ সীমা পেরিয়ে যাওয়ার পর মার্কিন বোমারুবিমানকে সঙ্গ দেয় সৌদি আরব ও কাতারের যুদ্ধ বিমান। ইউএস মিলিটারি সেন্ট্রাল কমান্ড অবশ্য এর কোনো ছবি প্রকাশ করেনি।

[৪] ফ্লাইট ট্রাকিং ডাটা থেকে দেখা যায় যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটার মিনট বিমান ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমানটি উড্ডয়ন করে। প্রেসিডেন্ট জো বাইডেনের সময় মধ্যপ্রাচ্যে বি-৫২ বিমানের এটি দ্বিতীয় উড্ডয়ন। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলের শেষ মাসে দিকে এধরনের আরেকটি উড্ডয়ন সম্পন্ন করেছিল মার্কিন বি-৫২ বোমারু বিমান।

[৫] তবে ইসরায়েলের মত এধরনের বিমান মহড়া দেখিয়ে ইরানকে সাবধান করার কথা প্রকাশ্যে বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হচ্ছে এটি আগ্রাসন প্রতিরোধ ও মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোর নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতি মাত্র।

[৬] ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ খোলামেলা বলছেন ইরানে আঘাত হানতে তার দেশ পরিকল্পনাগুলো আপডেট করছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে গান্তজ বলেন ইরানের পারমানবিক স্থাপনায় হামলা চালাতে ইসরায়েল কোন রুট বেছে নেবে তাও চূড়ান্ত হয়ে গেছে।

[৭] তবে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার আমির হাতামি বলেছেন ইসরায়েল বিন্দুমাত্র ভুল করলে তেলআবিব ও হাইফা গুড়িয়ে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়