শিরোনাম
◈ পর্তুগালের নতুন আইন, অভিবাসীদের জন্য দুঃসংবাদ  ◈ নির্বাচনের তফসিল এখনো চূড়ান্ত নয়—গণমাধ্যমকে সতর্ক করলেন ইসি সচিব ◈ ব্রাদার্স ইউ‌নিয়ন‌কে ৫-১ গো‌লে হারা‌লো বসুন্ধরা কিংস  ◈ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীদের বিশ্ববিদ্যালয়গুলোয়  'ক্লাস ও পরীক্ষা বন্ধ'  ◈ একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট: প্রস্তুত ৪২ হাজার ভোটকেন্দ্র, ঝুঁকিপূর্ণ ৮ হাজারের বেশি ◈ কাতার নয়, খালেদার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স ◈ চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: মির্জা ফখরুল ◈ দুর্যোগ মোকাবিলায় ভলান্টিয়ারদের ভূমিকা শক্তিশালী করতে সরকারের নতুন পরিকল্পনা ◈ খালেদা জিয়ার জন্য সারাদেশে বিশেষ দোয়া ◈ কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে যেসব সুবিধা রয়েছে

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০১:৩৯ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েলি জঙ্গি বিমান ও মার্কিন বোমারু বি-৫২ শক্তিমত্তা দেখালো ইরানকে

রাশিদুল ইসলাম : [২] ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এটি এক কৌশলগত যুদ্ধবিমানের উড্ডয়ন যা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের আকাশের সুরক্ষা রাখার জন্যে গুরুত্বপূর্ণ। দুটি ইসরায়েলে এফ-ফিফটিন মার্কিন বি-৫২ বোমারু বিমানকে পাহারা দিয়ে উড্ডয়নের পর তা ইসরায়েলি সেনাবাহিনীর টুইটারে জানানো হয়। আরটি

[৩] ইসরায়েলী আকাশ সীমা পেরিয়ে যাওয়ার পর মার্কিন বোমারুবিমানকে সঙ্গ দেয় সৌদি আরব ও কাতারের যুদ্ধ বিমান। ইউএস মিলিটারি সেন্ট্রাল কমান্ড অবশ্য এর কোনো ছবি প্রকাশ করেনি।

[৪] ফ্লাইট ট্রাকিং ডাটা থেকে দেখা যায় যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটার মিনট বিমান ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমানটি উড্ডয়ন করে। প্রেসিডেন্ট জো বাইডেনের সময় মধ্যপ্রাচ্যে বি-৫২ বিমানের এটি দ্বিতীয় উড্ডয়ন। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলের শেষ মাসে দিকে এধরনের আরেকটি উড্ডয়ন সম্পন্ন করেছিল মার্কিন বি-৫২ বোমারু বিমান।

[৫] তবে ইসরায়েলের মত এধরনের বিমান মহড়া দেখিয়ে ইরানকে সাবধান করার কথা প্রকাশ্যে বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হচ্ছে এটি আগ্রাসন প্রতিরোধ ও মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোর নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতি মাত্র।

[৬] ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ খোলামেলা বলছেন ইরানে আঘাত হানতে তার দেশ পরিকল্পনাগুলো আপডেট করছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে গান্তজ বলেন ইরানের পারমানবিক স্থাপনায় হামলা চালাতে ইসরায়েল কোন রুট বেছে নেবে তাও চূড়ান্ত হয়ে গেছে।

[৭] তবে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার আমির হাতামি বলেছেন ইসরায়েল বিন্দুমাত্র ভুল করলে তেলআবিব ও হাইফা গুড়িয়ে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়