শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ০৮:১৯ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিকা নিলেন মাহাথির, অন্যদের টিকা নিতে আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক:প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা নিয়েছেন আধুনিক মালয়েশিয়ার রূপকার তুন মাহাথির মোহাম্মদ। রবিবার (৭ মার্চ) দেশটির লংকাউই হাসপাতালে প্রথম ভ্যাকসিন গ্রহণের সময় সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

টিকা গ্রহণের পর মাহাথির বলেন, করোনা মহামারি আমাদের সহনশীল বোধকে আরও জাগ্রত করল। এটি খুবই কার্যকর এবং খুব ভালো। কিছু গুরুতর সমস্যা প্রতিরোধে সবার টিকা নেওয়া উচিত। এ সময় টিকা নেওয়ার পর চিকিৎসা কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী।

হাসপাতালের চিকিৎসা কর্মকর্তারা বলেন, টিকা কেন্দ্রে সাধারণ মানুষের মতো করে টিকা নেওয়ার প্রস্তাব দেন তুন মাহাথির। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আমরা সকালেই তাকে টিকা দেওয়ার আয়োজন করি। লংকাউই জেলার কোভিড-১৯ ভ্যাকসিন কেন্দ্রের টিকা দান প্রক্রিয়া ঘুরে দেখেন মাহাথির।

গত ২৪ ফেব্রুয়ারিতে মালয়েশিয়াতে টিকাদান কর্মসূচি শুরু হয়। তবে শুরুতে দেশটির প্রধানমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন। প্রধানমন্ত্রীর পর দেশটির স্বাস্থ্যমন্ত্রী ও চারজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সদস্যদের টিকা দেওয়া হয়। ইতোমধ্যে মালয়েশিয়ায় প্রায় ৬ লাখ করোনা টিকা পেয়েছে।

প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন ছাড়াও স্বাস্থ্য মহাপরিচালক তান শ্রী ডা. নূর হিশাম আবদুল্লাহ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের চারজন কর্মচারীও এই টিকা নিয়েছেন।

উল্লেখ্য, দেশটির করোনা টিকা ৮০ শতাংশ জনগোষ্ঠী বা দুই কোটি ৬৫ লাখ মানুষকে তিনটি ধাপে এই টিকা প্রদান করা হবে। এপ্রিল মাস পর্যন্ত প্রথম ধাপে ৫ লাখ সম্মুখ সারির করোনা যোদ্ধাকে টিকা দেওয়া হবে। এরপর এপ্রিল থেকে আগস্টে দ্বিতীয় ধাপে ঝুঁকিপূর্ণ গোষ্ঠী, ৬০ বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিক এবং হৃদরোগ, স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও প্রতিবন্ধী ব্যক্তিদের এই টিকা দেওয়া হবে।

এরপর মে মাস থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তৃতীয় ধাপের টিকা কার্যক্রম। এই ধাপে ১৮ বা তারও বেশি বয়সীদের টিকার আওতায় আনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। - অধিকার নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়