শিরোনাম
◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা ◈ হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালের বাবা-মার স্বীকারোক্তি, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ মেক্সিকো কংগ্রেসে উত্তপ্ত বিতর্কে হাতাহাতি, চুল টানাটানির ভিডিও ভাইরাল ◈ হাদির জন্য দোয়া ও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৭:১৭ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কার্টুনিস্ট কিশোরের ষ্টেটমেন্টে বুঝা যায় একটা ভয়ংকর শক্তি সরকারকে চালাচ্ছে: মির্জা ফখরুল

শিমুল মাহমুদ:[২] বিএনপি মহাসচিব বলেন, ‘কার্টুনিস্ট কিশোর জেল থেকে বের হয়ে যে ষ্টেটম্যান্ট দিয়েছে। এই ষ্টেটম্যান্টে বুঝা যায় ভয়ংকর একটা শক্তি রয়েছে এই সরকারের পেছনে। যারা আড়ালে থেকে স্পিড তৈরি করেছে। যারাই এই সরকারের বিরোধীতা করছে, রাষ্ট্রের বিরোধীতা করছে, তাদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য অমানবিক নির্যাতন চালিয়েছে।

[৩] মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা যারা গণতন্ত্রকামী, যারা জাতীয়তাবাদে বিশ্বাসী, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাস করি। আমাদের বিরুদ্ধে জাতীয় ও আর্ন্তজাতিক চক্রান্ত চলছে । এ চক্রান্ত নির্মূল করতে আমাদের প্রতি মুহুর্তে এই ভয়াবহ ফ্যাসিষ্ট সরকারে বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে।

[৪] তিনি বলেন, আজকে বহু মানুষ, বহু তরুণ, আমাদের ছেড়ে চলে গেছে। ইলিয়াস আলীসহ প্রায় ৭০০ অধিক নেতাকে গুম করা হয়েছে। সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ৩৫ লাখ মানুষ ও আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি ও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের এখন রাস্তায় নামতে দেওয়া হয় না, কথা বলতে দেওয়া হয় না।

[৫] তিনি বলেন, আমরা আজকে স্বাধীনতার ৫০ বছর পালন করছি। আমাদের লক্ষ্য কি ছিলো? চেতনা কি ছিলো? কেনো আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছিলাম। আমাদের একটা মাত্র লক্ষ্য ছিলো গণতান্তিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা। সেই চেতনা আজ সম্পূর্ণভাবে ভুলুন্ঠিত। গণতন্ত্রকে ধব্বংস করে দিয়েছে। রাষ্ট্রকে পুরোপুরিভাবে দলীয়করণের মাধ্যমে একটা অকার্যকর রাষ্ট্র, একটা ব্যর্থ রাষ্ট্রে পরিতন করেছে।

[৬] তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা নিয়ে ফখরুল বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের নাম কোথায় ছিল না। পরে চার্জশিটে তার নাম দেয়া হয়। দেশের বর্তমান পরিস্থিতিতে তরুণ সমাজকে ভুমিকা রাখতে আহবান জানান তিনি। শনিবার বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ১৫তম কারাবন্দি দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম-এর উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়