শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০২:৫৬ রাত
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দু’ফসলি জমিতে গম চাষে কৃষকের সাফল্য

ডেস্ক রিপোর্ট: দু’ফসলি জমিতে গম চাষে সাফল্য এনেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃষক সাদিকুর রহমান মিজান। আমন ও আউশ ধান চাষের পর একই জমিতে গম আবাদে আশানুরুপ ফলন পেয়েছেন তিনি। স্বল্প সময়ে নামমাত্র শ্রম ও অপেক্ষাকৃত কম খরচে, এ প্রকল্প থেকে কয়েকগুণ আয়ের আশা রয়েছে তার। উপজেলার সদর ইউনিয়নের পুরান সিরাজপুর গ্রামে গিয়ে দেখা যায়, বসত বাড়ির কাছেই দু’ফসলি জমিতে দুলছে পুষ্ট সবুজ গমের গাছ। পাশাপাশি জমিতে চাষ করেছেন বাঁধাকপি, টমেটো, শিম, ব্রকলি, সূর্যমুখি ও মিষ্টি কুমড়া।

কৃষক সাদিকুর রহমান জানান, 'জমিতে আগে বছরে দু’বার কেবল আউশ ও আমন ধান চাষ করেতন। এরপর ৪-৫ মাস অনাবাদি থাকতো জমি। গেল ক’বছর ধরে কোন সৌসুুমেই আর অনাবাদি রাখেন না। এবার ধানের পর গম আবাদে স্বাভাবিক ভাবেই ফলন হয়েছে ভালো।' পৌষ মাসে কৃষি প্রণোদনার আওতায় ২ বিঘা জমিতে বারি-২৮ জাতের করে ২৫ কেজি গমের বীজ বপণ করেন তিনি। অল্প পরিশ্রমে চার মাসের মাথায় ফলন আসে গমের। আগামি চৈত মাসে ক্ষেতে থেকে তোলা হবে গম।

এই পর্যন্ত চাষে খরচ হয়েছে প্রায় ১০ হাজার টাকা। হিসেব অনুযায়ী এ ক্ষেত থেকে বিঘা প্রতি ১৫মণ করে ৩০মণ গম পাওয়ার আশা রয়েছে। ১৫-১৮শ টাকা মণ দরে যার বাজার মূল্য ৪৫-৫৪ হাজার টাকা। এতে খরচ বাদে চার মাসেই আয় হবে ৩০-৩৫ হাজার টাকা।  সাদিকুর রহমান আরও বলেন, 'এইচএসসি শেষ করে ব্যবসা-বাণিজ্য, চাকুরীও করেছি। পরে গেল পাঁচ বছর ধরে কৃষিকাজেই সূফল পাচ্ছি। পরিশ্রম আর সঠিক নিয়মে কাজ করলে কৃষিতে সাবলম্বী হওয়া সম্ভব।'

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, 'গমের জমিতে সার কম প্রয়োগ করতে হয়। স্বল্প সেচেও করা যায় চাষ। বাজারে দাম বেশি থাকায়, গম বর্তমানে কৃষকের কাছে  জনপ্রিয় ফসল হয়ে উঠছে। এ বছর প্রণোদনার আওতায় উপজেলার কৃষকদের গমের বীজ, প্রয়োজনীয় রাসায়নিক সার ও সাইনবোর্ড সহায়তা দেওয়া হয়েছে।'বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়