আখিরুজ্জামান সোহান: অবরূদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল কোনো যুদ্ধাপরাধ করেছে কিনা- তা খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্ত শুরু করলো আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি।
২০১৪ সালে, গাজায় সহিংসতা চলাকালে ইসরায়েলি প্রশাসনের নির্দেশেই সেনাবাহিনী ফিলিস্তিনে অপরাধ সংঘটিত করেছিলো- এমনটা জানান তিনি। বলেন, সেসব প্রমাণে যুক্তিসঙ্গত দলিলও হাতে রয়েছে।
গত মাসে হেগের আন্তর্জাতিক আদালতের রায়ে বলা হয়, ফিলিস্তিনি এলাকায় বিচারিক ক্ষমতা প্রয়োগের সক্ষমতা এ আদালতের রয়েছে। এবারে চিফ প্রসিকিউটর আনুষ্ঠানিক তদন্ত শুরুর ঘোষণা দিলেও তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রও এ পদক্ষেপের বিরোধিতা করে হতাশা প্রকাশ করেছে। তবে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও আন্তর্জাতিক অপরাধ আদালতের যুদ্ধাপরাধ তদন্ত শুরুতে গভীর উদ্বেগ জানিয়েছে। তাদের দাবি, ইসরায়েল আইসিসির সদস্য না হওয়ায় তাদের বিরুদ্ধে তদন্তের এখতিয়ার নেই আদালতের।
১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। ভবিষ্যতে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় এসব এলাকাকে নিজেদের বলে দাবি করে থাকে।