সুজন কৈরী : টেকনাফের জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্প থেকে ১০ কোটি টাকা মূল্যের ২ কেজি ক্রিস্টাল আইস উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মাদকগুলো মিথাইল অ্যামফিটামিন জাতীয় বলে জানিয়েছে ডিএনসি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বুধবার সকালে ডিএনসির টেকনাফ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে পরিদর্শক জিল্লুর রহমান জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মাদকগুলো উদ্ধার করেন।
ডিএনসির ঢাকা মেট্রো উপ অঞ্চলের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ডিএনসির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন সংস্থার মহাপরিচালক মো. আহসানুল জব্বার।