রাশিদুল ইসলাম : [২] মঙ্গলগ্রহ থেকে খসে পড়া ৮ কেজি ওজনের উল্কাপিণ্ডটির বয়স কম করে হলেও সাড়ে ৪’শ মিলিয়ন বছরের। নাসার রোভারে করে তা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেয় ওমান সালতানাত। গালফ নিউজ
[৩] মানুষের প্রচেষ্টায় মঙ্গলে এই প্রথম তার উল্কাপিণ্ডটি ফেরত পাঠানো সম্ভব হয়েছে।
[৪] উল্কাপিণ্ডটি এসে পড়েছিল ওমানের হাইমা’র উইলায়াতে। এর নাম দেওয়াহয় সাই আল এহিয়াইমাহ ০০৮।
[৫] মঙ্গলগ্রহের সঙ্গে একটি গ্রহাণু বা ধূমকেতুর সংঘর্ষে উল্কাপিণ্ডটি ওমানে এসে পড়ে।
[৬] লন্ডনের ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে উল্কাপিণ্ডটি এতদিন সংরক্ষিত ছিল।
[৭] জার্মানির গবেষণাগারে এটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়।
[৮] লন্ডনের মিউজিয়ামে এধরনের ৪২৪টি উল্কাপিণ্ড সংরক্ষিত আছে।