রাহুল রাজ: [২] বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ঢাকার জায়ান্ট আবাহনী লিমিটেডকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে বসুন্ধরা কিংস। বরাবরের মতো আক্রমণের পসরা মেলে অজেয় আবাহনী লিমিটেডকে উড়িয়ে দিয়েছে অস্কার ব্রুসেনের দল।
[৩] দুই অর্ধে আধিপত্যের ছড়ি ঘুরিয়ে ম্যাচ জিতেছে বসুন্ধরা। যার সুবাদে মুকুট ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে গেলো ঢাকার ফুটবলের নব্য জায়ান্টরা।
[৪] এই জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে বসুন্ধরা কিংস। ১২ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ১১ ম্যাচে প্রথম হারের তেতো স্বাদ পাওয়া আবাহনী ২২ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।
[৫] দিনের অন্য ম্যাচে, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে রোববার ২৮ ফেব্রুয়ারি, শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ২-১ গোলে জেতে উত্তর বারিধারা। ১১তম ম্যাচে এসে লিগে প্রথম জয়ের স্বাদ পাওয়া দলটির পয়েন্ট ৯। ১১ ম্যাচে পাঁচ জয়, দুই ড্র ও চার হারে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে শেখ রাসেল।