শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৫ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমার কাছে দেশ আগে আইপিএল পরে: রাবাদা

স্পোর্টস ডেস্ক: [২] দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা জানিয়েছে, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুতে কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না। পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের সিরিজ থাকাতেই শুরুতে আইপিএলে থাকবেন না তিনি। কেননা তার কাছে আগে দেশই প্রাধান্য পাচ্ছে। এবারের আইপিএলেও দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারও খেলবেন তিনি।

[৩] যদিও আসন্ন আইপিএলের দিন, তারিখ এখনও ঠিক করেনি লিগটির গভর্নিং কাউন্সিল। তার আগেই এই তারকা ক্রিকেটার জানিয়েছেন কয়টা ম্যাচ না খেলার কথা।

[৪] এর কারণ হিসেবে রাবাদা জানান, আইপিএলের সম্ভাব্য যে সূচী বলা হচ্ছে সে সময় পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ রয়েছে দক্ষিণ আফ্রিকার।

[৫] এপ্রিলে অনুষ্ঠিত হবার কথা রয়েছে আইপিএলের ১৪তম আসরের। একই মাসে ২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত পাকিস্তানের সঙ্গে ৪টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকার।

[৬] আগে দেশ। আমি দেশের হয়েই খেলতে চাচ্ছি। একই সময়ে আইপিএল ও দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের সম্ভাব্য সূচী হওয়ায় আইপিএলে শুরুর কয়টা ম্যাচ খেলতে পারব না। আমি দিল্লির হয়ে খেলতে ভালোবাসি কিন্তু দেশের ম্যাচের গুরুত্বটা অনেক বেশি।

[৭] গতবারের আসরে দিল্লির হয়ে ১৭টি ম্যাচে রাবাদা নিয়েছিলেন ৩০ উইকেট। যেখানে দুই ম্যাচে নিয়েছিলেন ৪টি করে উইকেট।- ক্রিকেটডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়