রাশিদুল ইসলাম : [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ মরোক্ক থেকে পাকিস্তান পর্যন্ত ভূমধ্যসাগরীয় অঞ্চলের (ইসরায়েল বাদে) ৬শ মিলিয়ন মানুষের কোভিড ভ্যাকসিন প্রাপ্তি নিয়ে এক রিপোর্টে বলছে ১২টি দেশের মানুষকে এ পর্যন্ত ৬.৩ মিলিয়ন ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে এসব দেশের নাম বলেনি ‘হু’। নিউ আরব
[৩] ‘হু’এর কায়রো ভিত্তিক আঞ্চলিক প্রধান আহমেদ আল-মানধারি সাংবাদিকদের বলেন সংস্থার ভূমধ্যসাগরীয় অঞ্চলে ২১টি সদস্য দেশে জনসংখ্যা রয়েছে ৫৮৩ মিলিয়ন। এতে ফিলিস্তিন যোগ করা হলেও ইসরায়েলকে যোগ করা হয়নি। ইসরায়েলে ৩.৮ মিলিয়ন মানুষ প্রথম ডোজ ও ২.৪ মিলিয়ন দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছে।
[৪] আল-মানধারি জানান কোভাক্স কর্মসূচির আওতায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিউনিশিয়ায় ৩৭ হাজার ও ফিলিস্তিনের গাজায় ৯৪ হাজার ভ্যাকসিন পাঠানো হচ্ছে।
[৫] মানধারি আরো জানান বাকি দেশগুলো এ বছরের জুন মাসের মধ্যে ৪৬ থেকে ৫৬ মিলিয়ন এ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড ভ্যাকসিন পেয়ে যাবে।
[৬] তিনি বলেন ভূমধ্য পূর্বাঞ্চলের দেশগুলোতে এপর্যন্ত ৬ মিলিয়ন কোভিডে আক্রান্ত হওয়ার পর মারা গেছে ১ লাখ ৪০ হাজার মানুষ। ১৩টি দেশে কোভিডের নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়েছে।
[৭] ‘হু’ কর্তা বিশ্বে ভ্যাকসিন সরবরাহে বৈষম্য সম্পর্কে সতর্ক করে বলেন এটা বলা খুব কঠিন কি পরিমান ভ্যাকসিন পাওয়া সম্ভব হচ্ছে।