শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১৭ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কায় আশা করি ভালোভাবে ফিরতে পারবো: মমিনুল হক

স্পোর্টস ডেস্ক: [২] ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ হয়ে গেছে সিরিজ। বাংলাদেশ দলের পরবর্তী গন্তব্য নিউজিল্যান্ড। আগামী ২০ ফেব্রুয়ারি সীমিত ওভারের সিরিজ খেলতে দেশ ছাড়বেন মুশফিক-তামিমরা। অবশ্য সেখানে দেখা যাবে না টেস্ট অধিনায়ক মুমিনুল হককে। তাইতো মুমিনুলের পরবর্তী লক্ষ্য এখন শ্রীলঙ্কা সফর। ওই সফরে বাংলাদেশ ভালো করবে, এমন আশার কথাই শোনালেন মুমিনুল।

[৩] অবশ্য এমন আশার কথা শোনানো নতুন নয়। একটার পর একটা টেস্ট সিরিজ যায়, আর অধিনায়ক নতুন লক্ষ্যের কথা জানান। বেশিরভাগ সময়ই সেই লক্ষ্য ছুঁতে পারেন না তারা। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টেও বাংলাদেশের লক্ষ্য ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ১২০ পয়েন্ট। কিন্তু কোনও পয়েন্টই পায়নি স্বাগতিকরা।

[৪] এই অবস্থায় নিউজিল্যান্ড সফর শেষ করেই লঙ্কায় যাবে বাংলাদেশ। সেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টেস্ট খেলার কথা। ওই সফরে বাংলাদেশের পারফরম্যান্সের বর্তমান চিত্র পাল্টে যাবে বলেই বিশ্বাস অধিনায়ক মুমিনুলের, ব্যর্থতার ওইরকম কোনও কারণ নেই। হয়তো আমাদের এটা নিয়ে আরও কাজ করতে হবে। আরও ভাবতে হবে, আরও ভালো পরিকল্পনা করতে হবে। সামনেই শ্রীলঙ্কা সিরিজ। আশা করি, সেখানে ভালোভাবে ফিরতে পারবো।

[৫] ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পেছনে ব্যাটসম্যানদের দায় সবচেয়ে বেশি। ঢাকা টেস্টে তামিম, মুশফিক, মেহেদী, লিটন হাফসেঞ্চুরি পেলেও নিজেরা ইনিংস লম্বা করতে পারেননি। দলের প্রয়োজনে যেখানে টিকে থাকা দরকার ছিল, সেখানে তারা উইকেট বিলিয়ে দেওয়ার উৎসব করেছেন।

[৬] মুমিনুল মনে করেন লম্বা ইনিংস খেলার অভ্যাস করা না গেলে এমন বিপর্যয় ঠেকানো যাবে না, ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলার অভ্যাস গড়তে হবে। লম্বা সময় ধরে ব্যাটিং করার অভ্যাস তৈরি করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই। ব্যাটসম্যানরা যদি তিন-চার সেশন ব্যাটিং করতে পারে, তাহলে টেস্ট জেতা সহজ হবে।

[৭] অধিনায়ক হিসেবে ভারত সফরে পথ চলা শুরু হয় মুমিনুলের। ওই সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবল ধোলাই হতে হয় তার দলকে। এরপর পাকিস্তানে গিয়েও হারতে হয়েছে। দেশে ফিরে মুমিনুলের নেতৃত্বে বাংলাদেশ প্রথম জয় পায় জিম্বাবুয়ের বিপক্ষে।

[৮] এরপর সদ্যই শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ! নতুন টেস্ট অধিনায়ক হিসেবে দেশে ও দেশের বাইরে হারার পর তাই হতাশার অনুভূতি প্রকাশ করেছেন মুমিনুল, বিদেশের মাটিতে ধবলধোলাইয়ের অভিজ্ঞতা ছিল। দেশের মাটিতেও হয়ে গেলো। দল হারলে আপনি অবশ্যই হতাশ হবেন। আমাদের অনেক উন্নতি করার আছে। যেগুলো করতে পারলে হয়তো দেশে ও দেশের বাইরে ম্যাচ জিততে পারবো। - বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়