শিরোনাম
◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ নির্বাচনে জাপা ও এনডিএফ প্রার্থীদের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম 

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:০৫ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অতিদরিদ্র শ্রমিকদের দৈনিক মজুরি বাড়ানোর সুপারিশ

মনিরুল ইসলাম: [২] রোববার জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়েছে।

[৩] কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামেরর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটি সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, মো. আফতাব উদ্দিন সরকার, জুয়েল আরেং এবং কাজী কানিজ সুলতানা অংশ নেন।

[৪] জানা যায়, বৈঠকে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (৪০ দিনের কর্মসূচি) প্রকল্পে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিচালিত সর্বশেষ খানা জরিপের আলোকে শ্রমিকদের দৈনিক মজুরি বাড়ানোর জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে অর্থ মন্ত্রণালয়ে পত্র পাঠানোর সুপারিশ করে।সেই সঙ্গে মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প এবং মুজিববর্ষ উপলক্ষে মন্ত্রণালয়ের অর্থায়নে ভূমিহীনদের ঘর প্রদান ও নির্মাণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

[৫] বৈঠকে মুজিববর্ষে মানবতার সেবায় অনুপ্রাণিত হয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনে ঘর প্রদান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলা হয়, এ কার্যক্রম শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়েও অত্যন্ত প্রশংসিত হয়েছে। এ ধরনের ভাবনা ও উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে কমিটি থেকে ধন্যবাদ প্রস্তাব পাঠানোর সুপারিশ করা হয়।

[৬] এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়