শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:০৫ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অতিদরিদ্র শ্রমিকদের দৈনিক মজুরি বাড়ানোর সুপারিশ

মনিরুল ইসলাম: [২] রোববার জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়েছে।

[৩] কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামেরর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটি সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, মো. আফতাব উদ্দিন সরকার, জুয়েল আরেং এবং কাজী কানিজ সুলতানা অংশ নেন।

[৪] জানা যায়, বৈঠকে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (৪০ দিনের কর্মসূচি) প্রকল্পে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিচালিত সর্বশেষ খানা জরিপের আলোকে শ্রমিকদের দৈনিক মজুরি বাড়ানোর জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে অর্থ মন্ত্রণালয়ে পত্র পাঠানোর সুপারিশ করে।সেই সঙ্গে মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প এবং মুজিববর্ষ উপলক্ষে মন্ত্রণালয়ের অর্থায়নে ভূমিহীনদের ঘর প্রদান ও নির্মাণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

[৫] বৈঠকে মুজিববর্ষে মানবতার সেবায় অনুপ্রাণিত হয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনে ঘর প্রদান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলা হয়, এ কার্যক্রম শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়েও অত্যন্ত প্রশংসিত হয়েছে। এ ধরনের ভাবনা ও উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে কমিটি থেকে ধন্যবাদ প্রস্তাব পাঠানোর সুপারিশ করা হয়।

[৬] এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়