মাছুম বিল্লাহ: [২] আনন্দবাজার পত্রিকার জানিয়েছে, সোমবার ভোরে ঘন কুয়াশার কারণে দুই জাহাজের মুখোমুখি এই সংঘর্ষে ভারতীয় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর বাংলাদেশি জাহাজটিকে জেটি ঘাটের কাছেই নোঙর করা হয়েছে। ঘটনার পর পোর্ট ট্রাস্ট এবং স্থানীয় থানার পুলিশ এলাকায় টহলদারি করছে।
[৩] পত্রিকাটি জানায়, পশ্চিমবঙ্গের বজবজ থেকে ছাই ভর্তি করে ‘এনভি বাংলার শক্তি-২’ নামে বাংলাদেশি বার্জটি ফিরছিল সাগরের দিকে আর সাগর থেকে কয়লা নিয়ে কলকাতার উদ্দেশে যাচ্ছিল ‘বার্জ ৬’ নামের ভারতীয় জাহাজ। চালক কিছু বুঝে ওঠার আগেই সংঘর্ষ হয়।