শিরোনাম
◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৯ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতির পিঠে চড়ে বিয়ের আসরে সম্রাট, অবশেষে পালিয়ে রক্ষা!

ডেস্ক রিপোর্ট: বরের নাম সম্রাট। তাই সার্কাসের হাতি ভাড়া করে তাতে সম্রাটের মতো চড়ে বিয়ে করতে এসেছিলেন। কিন্তু কনের বয়স কম। এ খবর পেয়ে পুলিশ রওনা দেন ঘটনাস্থলের দিকে। আর পুলিশ আসার খবর পেয়ে কোনো রকমে বিয়ের কাজ শেষ করে সবাই চম্পট দেন। শেষ পর্যন্ত ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখে বাড়ি জনশূন্য। সময় টিভি

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙামোড় ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান বাবু।

কনের ভগ্নিপতি হাফিজুল ইসলাম জানান, পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার নেওয়াশী এলাকার বদ্ধু খানের পুত্র সম্রাট (২২) এর সঙ্গে ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী এলাকার দুলাল মিয়ার ১৬ বছর বয়সী কন্যা ও দশম শ্রেণির শিক্ষার্থী আদুরী আক্তারের বিয়ে ঠিক হয়।

এ অবস্থায় ফুলবাড়ী বড়ভিটা কলেজ মাঠে লায়ন সার্কাসের প্রদর্শনীর একটি হাতি ১৫ হাজার টাকায় ভাড়া করা হয়। সেই হাতিতে চড়ে বর নেওয়াশী থেকে রওনা দেয় কনের বাড়ির উদ্দেশে। পথে হাতির পিঠে বর দেখে উৎসুক মানুষের ভিড় জমে ওঠে। খবরটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

ভাঙামোড় ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান বাবু জানান, হাতির পিঠে চড়ে বর আসার কথা শুনে তার মধ্যেও কৌতূহলের সৃষ্টি হয়। সেই কৌতূহল থেকে জানতে পারেন কনের বয়স কম। বিষয়টি নিশ্চিত হতে, গ্রাম পুলিশ সফিকুলকে কনের বাড়িতে পাঠান। তখন খবর আসে এটি বাল্যবিয়ে।

এরপর তিনি ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমানকে অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যেতে পুলিশকে নির্দেশনা দেন। কিন্তু বিয়েবাড়িতে পুলিশ গিয়ে কাউকে পায়নি বলে জানান ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার পারভেজ। বলেন, তারা আগেই বিয়ে শেষ করে সটকে পড়েছে।

এ বিষয়ে শনিবার (১৩ ফেব্রুয়ারি) মোবাইল ফোনে ফুলবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি জানান, ঘটনাটি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়