মো. ইকবাল হোসেন: [২] উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৩ টি মামলার সাজাপ্রাপ্ত ১ আসামিকে গ্রেপ্তার করা সাতকানিয়া থানা পুলিশ। (১২ ফেব্রুয়ারি) শুক্রবার তাকে আটক করে থানার এএসআই দীপক চন্দ্র ধর সহ তার সঙ্গীয় ফোর্স।
[৩] আসামির নাম মোহাম্মদ ফখরুদ্দীন (৪৭) সে উত্তর কাঞ্চনার তহছিলদার ছিদ্দিক বাড়ির মৃত ছিদ্দিক আহমদের ছেলে।
[৪] সাতকানিয়া থানা সুত্রে জানা যায়, সে তিনটি মামলার সাজাপ্রাপ্ত এবং এন আই এ্যাক্ট মামলার জরিমানাভুক্ত আসামি।
[৫] সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, আসামিকে কঠোর নজরদারি দিয়ে চট্টগ্রামের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।