ইসমাঈল ইমু: [২] জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী বছরব্যাপী বিভিন্ন কল্যাণমুখী ও সামাজিক কার্যক্রম গ্রহণ করেছে।
[৩] এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এর নির্দেশনায় বুধবার বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এর সার্বিক ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসস্থ সৈনিক ক্লাব সংলগ্ন মাঠ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের আয়োজন করা হয়।
[৪] ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠিত এ ম্যারাথন উদ্বোধন করেন। এই সেনানিবাসের সেনা অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর সৈনিক ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন।
[৫] ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ১৬ বীর এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ পরিচালনা করা হয়। ম্যারাথনে অংশগ্রহণকারী সকল সদস্য সামাজিক দূরত্ব নিশ্চিত করে দৌড় সম্পন্ন করে।
[৬] ম্যারাথন শেষে ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ বিজয়ী সেনাসদ্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং এই বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন
২০২১ সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের জন্য ১৬ বীর এর অধিনায়ক, সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করেন।