শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৪ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২২ সালের জুনের মধ্যেই পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে: ওবায়দুল কাদের

বাশার নূরু: [২] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মাসেতুর চলমান নির্মাণ কাজের ধারাবাহিকতায় আগামী বছর জুনের মধ্যেই সেতুর অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। পদ্মাসেতু প্রকল্পের মেয়াদ বৃদ্ধির তথ্য অপপ্রচার।

[৩] তিনি বলেন, পদ্মাসেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধিবিষয়ক কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা সত্য নয়।

[৪] সেতুমন্ত্রী বলেন, ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির যে কথা বলা হয়েছে তা নির্মাণ প্রতিষ্ঠানগুলোর। যদি কোনো মেরামতের প্রয়োজন হয় সেজন্য তাদের ২০২৩ সারের জুন পর্যন্ত সময় দেওয়া হবে। তবে সেতুর সব ফিজিক্যাল ওয়ার্ক শেষ করার লক্ষ্য ২০২২ সালের জুন পর্যন্ত। এই সময়ের মধ্যে কাজ শেষের ব্যাপারে আশাবাদও ব্যক্ত করেন তিনি।

[৫] ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির প্রস্তাব বিষয়ে তিনি বলেন, মেয়াদ বৃদ্ধির সঙ্গে সেতুর মূল কাজের কোনো সম্পর্ক নেই। বড় ধরনের প্রকল্পে ঠিকাদারদের দায়বদ্ধ রাখতে সাধারণত অতিরিক্ত সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে তারা কাজের কোনো ত্রুটি থাকলে সেগুলো মেরামত করবেন। জনগণকে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান সেতুমন্ত্রী।

[৬] বুধবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি’র) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত হন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়