শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৪ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২২ সালের জুনের মধ্যেই পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে: ওবায়দুল কাদের

বাশার নূরু: [২] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মাসেতুর চলমান নির্মাণ কাজের ধারাবাহিকতায় আগামী বছর জুনের মধ্যেই সেতুর অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। পদ্মাসেতু প্রকল্পের মেয়াদ বৃদ্ধির তথ্য অপপ্রচার।

[৩] তিনি বলেন, পদ্মাসেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধিবিষয়ক কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা সত্য নয়।

[৪] সেতুমন্ত্রী বলেন, ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির যে কথা বলা হয়েছে তা নির্মাণ প্রতিষ্ঠানগুলোর। যদি কোনো মেরামতের প্রয়োজন হয় সেজন্য তাদের ২০২৩ সারের জুন পর্যন্ত সময় দেওয়া হবে। তবে সেতুর সব ফিজিক্যাল ওয়ার্ক শেষ করার লক্ষ্য ২০২২ সালের জুন পর্যন্ত। এই সময়ের মধ্যে কাজ শেষের ব্যাপারে আশাবাদও ব্যক্ত করেন তিনি।

[৫] ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির প্রস্তাব বিষয়ে তিনি বলেন, মেয়াদ বৃদ্ধির সঙ্গে সেতুর মূল কাজের কোনো সম্পর্ক নেই। বড় ধরনের প্রকল্পে ঠিকাদারদের দায়বদ্ধ রাখতে সাধারণত অতিরিক্ত সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে তারা কাজের কোনো ত্রুটি থাকলে সেগুলো মেরামত করবেন। জনগণকে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান সেতুমন্ত্রী।

[৬] বুধবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি’র) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত হন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়