শিরোনাম
◈ স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড, ভরি ২ লাখ ৮৬ হাজার টাকা ছাড়াল ◈ গালাতাসারাইকে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ আটে ম‍্যানচেস্টার সিটি ◈ শেরপুরের সহিংসতার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ বাংলাদেশ নারী দলের ক্যাম্পে সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী  ◈ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিস্তর অভিযোগ ◈ ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব: পাকিস্তানে হাই অ্যালার্ট জারি ◈ ৬ মাসে ২ বিলিয়ন ডলারের বেশি ঋণ পরিশোধ করলো বাংলাদেশ ◈ আগে ঘুস ছিল ১ লাখ, এখন লাগে ১০ লাখ: আজম জে চৌধুরী ◈ পদত্যাগ করলেও মন্ত্রিপাড়ার সরকারি বাসা ছাড়েনি আসিফ ও মাহফুজ ◈ ডিম হামলা, হাতাহাতি, ভাঙচুর; ভোটের মাঠে কথার লড়াই কি সংঘাতে গড়াচ্ছে?

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৪ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২২ সালের জুনের মধ্যেই পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে: ওবায়দুল কাদের

বাশার নূরু: [২] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মাসেতুর চলমান নির্মাণ কাজের ধারাবাহিকতায় আগামী বছর জুনের মধ্যেই সেতুর অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। পদ্মাসেতু প্রকল্পের মেয়াদ বৃদ্ধির তথ্য অপপ্রচার।

[৩] তিনি বলেন, পদ্মাসেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধিবিষয়ক কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা সত্য নয়।

[৪] সেতুমন্ত্রী বলেন, ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির যে কথা বলা হয়েছে তা নির্মাণ প্রতিষ্ঠানগুলোর। যদি কোনো মেরামতের প্রয়োজন হয় সেজন্য তাদের ২০২৩ সারের জুন পর্যন্ত সময় দেওয়া হবে। তবে সেতুর সব ফিজিক্যাল ওয়ার্ক শেষ করার লক্ষ্য ২০২২ সালের জুন পর্যন্ত। এই সময়ের মধ্যে কাজ শেষের ব্যাপারে আশাবাদও ব্যক্ত করেন তিনি।

[৫] ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির প্রস্তাব বিষয়ে তিনি বলেন, মেয়াদ বৃদ্ধির সঙ্গে সেতুর মূল কাজের কোনো সম্পর্ক নেই। বড় ধরনের প্রকল্পে ঠিকাদারদের দায়বদ্ধ রাখতে সাধারণত অতিরিক্ত সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে তারা কাজের কোনো ত্রুটি থাকলে সেগুলো মেরামত করবেন। জনগণকে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান সেতুমন্ত্রী।

[৬] বুধবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি’র) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত হন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়