শিরোনাম
◈ সাফারি পার্ক থেকে রিংটেইলড লেমুর চুরি, সীমান্ত হয়ে বিদেশে পাচার: বন্যপ্রাণী পাচার চক্রে সক্রিয় আন্তর্জাতিক সিন্ডিকেট ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৫ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিনেতা রাজীব কাপুর মারা গেছেন

জেরিন আহমেদ: [২] মঙ্গলবার সকাল ১০টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হওয়ার পরই রাজীবকে দ্রুত চেম্বুরের ইনল্যাক্স হাসপাতালে নিয়ে যান রণধীর কাপুর। খবর নিউজ ১৮, সময় টিভি

[৩] সেখানে বেলা ১২টা নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুর-সহ বলিউডের বহু তারকা।

[৪] ঋষি কাপুর ও রণধীর কাপুরের ছোট ভাই ছিলেন তিনি । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

[৫] রাজীব কাপুরের মৃত্যুর খবরটি ইনস্টাগ্রামে জানিয়েছেন নীতু কাপুর। ‘রাম তেরি গঙ্গা মইলি’ খ্যাত অভিনেতা রাজীবের মৃত্যুকে শোকের বিরাজ করছে পুরো বি-টাউনে। শহরের একাধিক তারকা তার আত্মার শান্তি কামনা করেছেন।

[৬] জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন রাজীব। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

[৭] ১৯৬২ সালের ২৫ আগস্ট জন্মগ্রহণ করেন রাজীব কাপুর। ১৯৮৩ সালে ‘এক জান হ্যায় হাম’ সিনেমায় অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। রাজ কাপুর পরিচালিত ‘রাম তেরি গঙ্গা মইলি’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন রাজীব।

[৮] তবে ১৯৯০ সালের পর অভিনয় থেকে সরে আসেন রাজীব কাপুর। এর পর পুরোপুরি ভাবে সিনেমা পরিচালনা ও প্রযোজনার কাজ শুরু করেন। প্রযোজক হিসেবেও একাধিক সিনেমা করেছেন । তাঁর প্রযোজনায় প্রথম ছবি ছিল হেনা (Henna)। সিনেমাটির পরিচালনা করেছিলেন ভাই রণধীর কাপুর। অভিনয় করেছিলেন ঋষি কাপুর। এর পর আ আব লওট চলে (Aa Ab Laut Chalen) ও প্রেম গ্রন্থ (Prem Granth) ছবির প্রযোজনাও করেন রাজীব। উল্লেখ্য, প্রেম গ্রন্থ সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে ডেবিউ করেন তিনি। এই সিনেমাতেও মুখ্য চরিত্রে দেখা যায় ঋষি কাপুরকে।

[৯] ২৮ বছরের বিরতির পর ফের বড় পর্দায় ফিরেছিলেন তিনি। আশুতোষ গোয়াড়িকরের (Ashutosh Gowariker) তুলসিদাস জুনিয়র (Toolsidas Junior) ছবিতে দেখা যাবে তাঁকে। গত বছর ডিসেম্বরেই প্রকাশ্যে আসে এই ছবির কথা। এই স্পোর্টস ড্রামায় সঞ্জয় দত্তের (Sanjay Dutt) সঙ্গে অভিনয় করতে দেখা যাবে রাজীব কাপুরকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়