শিরোনাম
◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৫ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিনেতা রাজীব কাপুর মারা গেছেন

জেরিন আহমেদ: [২] মঙ্গলবার সকাল ১০টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হওয়ার পরই রাজীবকে দ্রুত চেম্বুরের ইনল্যাক্স হাসপাতালে নিয়ে যান রণধীর কাপুর। খবর নিউজ ১৮, সময় টিভি

[৩] সেখানে বেলা ১২টা নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুর-সহ বলিউডের বহু তারকা।

[৪] ঋষি কাপুর ও রণধীর কাপুরের ছোট ভাই ছিলেন তিনি । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

[৫] রাজীব কাপুরের মৃত্যুর খবরটি ইনস্টাগ্রামে জানিয়েছেন নীতু কাপুর। ‘রাম তেরি গঙ্গা মইলি’ খ্যাত অভিনেতা রাজীবের মৃত্যুকে শোকের বিরাজ করছে পুরো বি-টাউনে। শহরের একাধিক তারকা তার আত্মার শান্তি কামনা করেছেন।

[৬] জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন রাজীব। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

[৭] ১৯৬২ সালের ২৫ আগস্ট জন্মগ্রহণ করেন রাজীব কাপুর। ১৯৮৩ সালে ‘এক জান হ্যায় হাম’ সিনেমায় অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। রাজ কাপুর পরিচালিত ‘রাম তেরি গঙ্গা মইলি’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন রাজীব।

[৮] তবে ১৯৯০ সালের পর অভিনয় থেকে সরে আসেন রাজীব কাপুর। এর পর পুরোপুরি ভাবে সিনেমা পরিচালনা ও প্রযোজনার কাজ শুরু করেন। প্রযোজক হিসেবেও একাধিক সিনেমা করেছেন । তাঁর প্রযোজনায় প্রথম ছবি ছিল হেনা (Henna)। সিনেমাটির পরিচালনা করেছিলেন ভাই রণধীর কাপুর। অভিনয় করেছিলেন ঋষি কাপুর। এর পর আ আব লওট চলে (Aa Ab Laut Chalen) ও প্রেম গ্রন্থ (Prem Granth) ছবির প্রযোজনাও করেন রাজীব। উল্লেখ্য, প্রেম গ্রন্থ সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে ডেবিউ করেন তিনি। এই সিনেমাতেও মুখ্য চরিত্রে দেখা যায় ঋষি কাপুরকে।

[৯] ২৮ বছরের বিরতির পর ফের বড় পর্দায় ফিরেছিলেন তিনি। আশুতোষ গোয়াড়িকরের (Ashutosh Gowariker) তুলসিদাস জুনিয়র (Toolsidas Junior) ছবিতে দেখা যাবে তাঁকে। গত বছর ডিসেম্বরেই প্রকাশ্যে আসে এই ছবির কথা। এই স্পোর্টস ড্রামায় সঞ্জয় দত্তের (Sanjay Dutt) সঙ্গে অভিনয় করতে দেখা যাবে রাজীব কাপুরকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়