নূর মোহাম্মদ: [২] বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে দুদক কি পদক্ষেপ নিয়েছে তাও জানতে চেয়েছেন হাইকোর্ট। আদালত বলেন, মুসা বিন শমসেরকে দুদকে ডাকা হয়েছিল। তার অগ্রগতি কি? এ সময় দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, অগ্রগতি রয়েছে। সেগুলো আদালতে উপস্থাপন করা হবে।
[৩] বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে করা রিটের বিষয়ে রোববার শুনানি শুরু হয়। পরে আংশিক শুনানি শেষে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত তা মুলতবি করেন আদালত।
[৪] ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক বলেন, আদালত অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শুনতে চেয়েছেন। আমি তাকে বিষয়টি জানিয়েছে। পরবর্তী শুনানিতে তিনি বক্তব্য রাখবেন। রিটের পক্ষে ছিলেন আব্দুল কাইয়ুম খান ও সুবীর নন্দী দাস।