শরীফ শাওন: [২] ম্যারাথনে অংশ নিতে সকলকে অ্যাপের মাধ্যমে নিবন্ধনের আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, তরুণ প্রজন্ম এই ম্যারাথনের মাধ্যমে সুস্থ থাকবে।
[৩] শনিবার চাঁদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ উদ্বোধনে তিনি একথা বলেন।
[৪] শনিবার থেকে জেলার ৮ উপজেলায় একযোগে এই ম্যারাথন শুরু হয়েছে। চাঁদপুর জেলার ৮ উপজেলার আট হাজার নারী-পুরুষ এতে অংশগ্রহণ করবেন। ৪৪ পদাতিক ব্রিগেড এবং চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ম্যারাথন চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত।