শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩০ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কঙ্গনার বিতর্কিত টুইট সরিয়ে নিল টুইটার

বিনোদন ডেস্ক: অভিনেত্রী কঙ্গনা রানাউত বলিউড ছাড়াও ভারতে এমন কোনো বিষয় নেই যা নিয়ে তিনি তির্যক মন্তব্য করেননি। সমকালীন আন্দোলন, রাজনীতি, মাদক থেকে শুরু করে কৃষকের অধিকার সব বিষয়ে তার মন্তব্য করা যেন অভ্যাসে পরিণত হয়েছে।

বিশেষ করে টুইটারে ভিডিও বার্তা দিয়ে তিনি আলোচনায় আসেন প্রায়ই। সম্প্রতি ভারতের কৃষকদের আন্দোলনে সংহতি প্রকাশ করেন পপতারকা রিহানা। রিহানার কৃষকদের নিয়ে কথা বলায় তার উপর ক্ষিপ্ত হয়ে পাল্টা টুইট করে শোরগোল ফেলে দেন এই বলিউড অভিনেত্রী।

টুইটারে কর্তৃপক্ষের পক্ষে জানানো হয়েছে যে, যে টুইটগুলি থেকে সাম্প্রদায়িক হিংসা ছড়াতে পারে, ইতিমধ্যেই সেগুলি সরিয়ে নেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে যথাযথ পদক্ষেপও করা হয়েছে। কঙ্গনার করা দুটি টুইট সরিয়ে নেয় টুইটার।

কী টুইট করেছিলেন কঙ্গনা, কী ভাবেই বা বিধি ভেঙেছেন, তা আপাতত স্পষ্ট নয়। কঙ্গনার টুইটার অ্যাকাউন্টে শুধু দেখা যাচ্ছে টুইটারের দুটি নোটিস। তারা জানিয়েছে, ‘এই টুইট এখন আর দেখা যাবে না। কারণ এতে টুইটারের বিধিভঙ্গ হয়েছে’।

কৃষক আন্দোলনের শুরু থেকে বিতর্কের কেন্দ্রে ছিলেন কঙ্গনা। এ ছাড়া বলিউড অভিনেত্রী তাপসী পান্নুকে কটূক্তি করেছেন। কৃষক আন্দোলন নিয়ে সরব হয়েছেন ভারতীয় বিনোদন জগতের যে উদারপন্থীরা তাদেরও সমালোচনা করেছেন কঙ্গনা। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়