স্পোর্টস ডেস্ক: [২] বার্সেলোনা থেকে পিএসজিতে ২২ কোটি ২০ লাখ ইউরোতে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে ২০১৭ সালে যোগ দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। তবে কিছুদিন না যেতেই তার কাতালান দলটিতে ফেরার ইচ্ছের কথা সংবাদ মাধ্যমে আসতে থাকে।
[৩] প্রতি দল বদলেই নেইমারের বার্সায় ফেরার গুঞ্জন সামনে এসেছে। এখন অবশ্য ব্রাজিলিয়ান সুপারস্টারের ভাবনা বদলের সুর শোনা যাচ্ছে। চলতি মৌসুমের শেষেও পিএসজিতেই থাকার আগ্রহ প্রকাশ করেছেন নেইমার। সেই সাথে সতীর্থ ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকেও পিএসজিতেই চাইছেন তিনি।
[৪] ব্রাজিলিয়ান তারকার সাথে ফরাসি ক্লাব পিএসজির সম্ভাব্য নতুন চুক্তির ইঙ্গিত ইতোমধ্যেই পাওয়া গেছে। ২০২২ সালের জুনে নেইমারের সাথে পিএসজির বর্তমান চুক্তি শেষ হয়ে যাচ্ছে।
[৫] ফরাসি টেলিভিশন চ্যানেল টিএফ ওয়ানকে ২৮ বছর বয়সী নেইমার বলেছেন, এই মুহূর্তে আমি খুব খুশি, সব কিছুতেই অনেক পরিবর্তন এসেছে। এই অনুভূতি আমি বলে বোঝাতে পারব না। আমি এখানে অনেকটাই মানিয়ে নিয়েছি, সব মিলিয়ে আমি এখানেই থাকতে চাই।
[৬] নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদে চলে যাবার ব্যাপারে এমবাপ্পেকে নিয়ে জোড় গুঞ্জন রয়েছে। কার্যত চলতি মৌসুমের শুরুতেই এমবাপ্পেকে দলে চেয়েছিল রিয়াল। কিন্তু শেষ পর্যন্ত তা আর সফল হয়নি। - দ্য সান / গোল ডটকম