শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০৮:১২ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]‘একজন একাধিক প্রকল্পের পরিচালক হয় কিভাবে’ বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে ভয়াবহ

আনিস তপন : [২] আগামী ২২ ফেব্রুয়ারীর মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য সকল মন্ত্রণালকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একইসঙ্গে এক প্রকল্পে একজন প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দিয়ে তা জানাতে বলা হয়েছে। মন্ত্রণালয়গুলোর প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বৈঠক হবে বলে জানাগেছে। [৩] মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সড়ক বিভাগের একজন কর্মকর্তা ১৪টি প্রকল্পের পিডি। ২জন কর্মকর্তা ১৩ প্রকল্পে ও ৫ জন কর্মকর্তা ১০ বা ততোধিক প্রকল্পের পিডি হিসেবে দায়িত্ব পালন করছেন। [৪] স্থানীয় সরকার বিভাগের ৩৮জন কর্মকর্তা ২এর অধিক প্রকল্পের পিডি। এরমধ্যে ১৪জন কর্মকর্তা ৩ থেকে ৬টি প্রকল্পের পিডি হিসেবে দায়িত্ব পালন করছেন। [৫] বিদ্যুত বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, রেলপথ , পানি, গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পেও এক কর্মকর্তা একাধিক প্রকল্পে রয়েছেন। [৬] জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, এক প্রকল্পে একজন পিডি হবেন। এক কর্মকর্তাকে একাধিক প্রকল্পে নিয়োগ করা যাবে না। ৫০ কোটির বেশি ব্যয়ের প্রকল্পে যোগ্য কর্মকর্তাকে পিডি নিয়োগ করতে হবে। [৭] স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, চিঠি পেয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। তবে এক কর্মকর্তাকে কখনোই কিন্তু একাধিক বড় প্রকল্পে নিয়োগ দেয়া হয় না। নির্দেশনা অনুযায়ি ২২ ফেব্রুয়ারির মধ্যেই ব্যবস্থা নিয়ে জানিয়ে দেয়া হবে। [৮] একই বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম বলেন, আজই (সোমবার) চিঠি পেয়েছি। নির্দিষ্ট সময়ের মধ্যেই ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবহিত করবো। সম্পাদনা: বিশ্বজিৎ দত্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়